Tamluk Abhijit Ganguly Loksabha Election 2024: চাকরিপ্রার্থীদের একদা ‘ভগবান’ অভিজিৎ কি ঘুরিয়ে ফেললেন খেলা? শুভেন্দুর কেন্দ্রে গণনার শুরুতেই যা হল…
Tamluk Abhijit Ganguly Loksabha Election 2024: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর একে রায় দিয়ে চাকরিপ্রার্থীদের কাছে 'ভগবান' হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তিনি আচমকা যখন বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন, সকলে বিস্মিত হয়েছিলেন বইকি! বিচারপতি থাকাকালীন একের পর এক নির্দেশে রাজ্য সরকারকে চাপে ফেলেছিলেন তিনি।

তমলুক: বিচারপতির পদ থেকে পদত্যাগ করে সকলে চমকে দিয়েছিলেন। আরও চমকে দিয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে। শুভেন্দু গড়ে বিজেপির টিকিটে লড়ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে শাসকদল দাঁড় করিয়েছেন তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। সকাল সাড়ে ৯টার মধ্যে ট্রেন্ড অনুযায়ী, দেবাংশুকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন অভিজিৎ।
নিয়োগ দুর্নীতি মামলায় একের পর একে রায় দিয়ে চাকরিপ্রার্থীদের কাছে ‘ভগবান’ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু তিনি আচমকা যখন বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন, সকলে বিস্মিত হয়েছিলেন বইকি! বিচারপতি থাকাকালীন একের পর এক নির্দেশে রাজ্য সরকারকে চাপে ফেলেছিলেন তিনি। বিজেপি টিকিটে দাঁড়িয়ে দুর্নীতি ইস্যুতে আরও বেশি মুখর হয়ে ওঠেন তিনি।
নির্বাচনের আগে থেকেই বারবার তমলুক উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, সেদিনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। যার জল হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তবে তমলুক আরও একটি বিষয়ে শিরোনামে আসে। কারণ এই তমলুক থেকেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, EVM কারচুপির।
গণনার আগের রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে আবেগঘন পোস্ট করেছেন দেবাংশু। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী, এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন অভিজিৎ।





