পূর্ব মেদিনীপুর: রাস্তায় তখনও ছড়িয়ে মিষ্টি। হাঁড়িটা ভেঙে গিয়েছে। রাস্তায় পড়ে থাকা আমগুলো থেঁতলে গিয়েছে। আর তার পাশেই পড়ে ছিল দেহটি। তাঁদেরও মাথা থেঁতলে গিয়েছে। রক্তে ভিজেছে রাস্তা। সাইকেলটা দুমড়ে, মুছড়ে একাকার। জামাইষষ্ঠীর সকালেই শ্বশুরবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি এক দম্পতির। পূর্ব মেদিনীপুরের ৪১ নম্বর জাতীয় সড়কে উদয়চক এলাকার ঘটনা। মৃতদের নাম গজেন্দ্রনাথ মাইতি (৫৫) ও ঝর্ণা মাইতি(৪৭)। তাঁরা সোয়াদিঘি এলাকার বাসিন্দা।
জানা যাচ্ছে, জাতীয় সড়ক ধরে মেচেদা থেকে হলদিয়ার দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে উদয়চক এলাকায় ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে পণ্যবাহী ট্রাক। ঘটনার খবর জানতে পেরেই সোনাপাট্টা টোল প্লাজা থেকে ন্যাশনাল হাইওয়ের অ্যাম্বুলেন্স গিয়ে সাইকেল আরোহী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতলে নিয়ে গেলে, চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যাচ্ছে, ওই দম্পতি সাইকেলে চেপে মেচেদা দিক থেকে হলদিয়া দিকে যাচ্ছিল। উদয়চকের কাছে পিছন দিক থেকে পণ্যবাহী ট্রাক ধাক্কা মেরে চলে যায়। সাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটিকে শনাক্ত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।