AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নির্বাচনের আগের দিন কেন ভোটগ্রহণ বন্ধের নোটিস? তরজায় বিজেপি-তৃণমূল

Nandigram: কালীচরণপুর সমবায় সমিতি মোট আসন সংখ্যা ১২। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েই ১২টি আসনে এবং সিপিআইএম ৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। পরবর্তীকালে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের এক জন এবং সিপিআইএমের এক জন নমিনেশন প্রত্যাহার করেন।

Nandigram: নির্বাচনের আগের দিন কেন ভোটগ্রহণ বন্ধের নোটিস? তরজায় বিজেপি-তৃণমূল
বিজেপির মিছিলে শুভেন্দু (বাঁদিকে), তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ (ডানদিকে)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2025 | 2:09 AM

নন্দীগ্রাম: সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া বন্ধ ঘিরে সরগরম নন্দীগ্রামের রাজনীতি। নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন নোটিস দিয়ে বন্ধ করেছে প্রশাসন। অডিয়ো ক্লিপ সামনে এনে প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, রাজ্যের শাসকদলকে তোপ দেগে বিজেপির দাবি, ভোটে হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করিয়েছে তৃণমূল।

কালীচরণপুর সমবায় সমিতি মোট আসন সংখ্যা ১২। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েই ১২টি আসনে এবং সিপিআইএম ৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। পরবর্তীকালে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের এক জন এবং সিপিআইএমের এক জন নমিনেশন প্রত্যাহার করেন। কালীচরণপুর সমবায় সমিতিতে এদিন (১৫ জুন) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, গতকাল কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে একটি নোটিস দেয় ব্লক প্রশাসন। সেখানে আইনশৃঙ্খলা সমস্যার কারণ দেখিয়ে আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ একটি অডিয়ো প্রকাশ করেন। যেখানে তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ নসাৎ করে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি বলেন, নন্দীগ্রামের যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস হারছে। তাই সমবায় নির্বাচনে হারের ভয়ে কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে।

এদিকে, কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন অগণতান্ত্রিকভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে এদিন প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কলেজ মোড় থেকে পদযাত্রা করে থানা মোড় পর্যন্ত আসেন শুভেন্দু। থানার সামনে তিনি এক পথসভা করেন তিনি। সেখান থেকে রাজ্যের শাসকদল ও পুলিশকে তীব্র আক্রমণ করেন। এই সমবায় সমিতিতে ভোট হলে বিজেপি-ই জিতবে বলে তিনি মন্তব্য করেন।