TMC protest at Kanthi: নির্দেশিকা সত্ত্বেও দাঁড়ায় না সরকারি বাস, পথ অবরোধ তৃণমূল ছাত্র পরিষদের

TMC protest at Kanthi: শুক্রবার সকাল ১১ টা নাগাদ জাতীয় সড়কের দুরমুঠের কাছে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

TMC protest at Kanthi: নির্দেশিকা সত্ত্বেও দাঁড়ায় না সরকারি বাস, পথ অবরোধ তৃণমূল ছাত্র পরিষদের
কাঁথিতে বিক্ষোভ পড়ুয়াদের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 8:20 PM

কাঁথি: পড়ুয়াদের বিক্ষোভে অবরুদ্ধ হল দিঘা থেকে কলকাতা আসার রাস্তা। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কাছে ১১৬ বি জাতীয় সড়কে শুক্রবার চলে এই বিক্ষোভ। সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন কোনও যাত্রীবাহী বাস দাঁড়াচ্ছে না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন রাস্তায় নেমে পড়েন।

শুক্রবার সকাল ১১ টা নাগাদ জাতীয় সড়কের দুরমুঠের কাছে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তার জেরে সমস্যার সম্মুখীন হতে হয় কলেজ পড়ুয়াদের। অবরোধ বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রনেতা আবেদ আলি খান, নিমাই দাস, তারাশঙ্কর পণ্ডা সহ একাধিক ছাত্র নেতা। প্রায় শতাধিক কলেজ পড়ুয়া সামিল হয়েছিলেন সেই বিক্ষোভে। প্রতীকী প্রতিবাদ হিসেবে সমস্ত বাসের চালকদের সরকারি নির্দেশিকা ও চকোলেট বিতরণ করেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারী এক ছাত্রনেতা বলেন, “দীর্ঘদিন ধরে দুরমুঠ বাসস্ট্যান্ডে সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও কোনও বাস এখানে দাঁড়াচ্ছে না। অনেক ছাত্র-ছাত্রী আসতে চাইলেও তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই তৃণমূল ছাত্র ইউনিটের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।” নিয়ম না বদলালে বৃহত্তর আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এক কলেজ ছাত্রী বলেন, “কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সরকারি বাসে উঠলে, আমাদের নামিয়ে দেওয়া হয়। বাসের চালক জানান দুরমুঠে কোনও সরকারি বাস দাঁড়াবে না। ফলে আমরা ঠিক সময়ে ক্লাসে পৌঁছতে পারছি না।” ছাত্র-ছাত্রীদের এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা।