West Bengal Loksabha Elections 2024: ‘দুর্নীতি ম্যাটার করেছে, তবে…’, বঙ্গে সবুজ ঝড়ের ওঠার আসল টোটকা ফাঁস দেবাংশুর
West Bengal Loksabha Elections 2024: বেশিরভাগ সংবাদমাধ্যমেই বুথ ফেরত সমীক্ষায় বেশিরভাগ সংবাদমাধ্যমই বিজেপিকে বাংলায় এগিয়ে রেখেছিল। বিকাল চারটে পর্যন্ত গণনা অনুযায়ী, তৃণমূল ৩০-র বেশি এগিয়ে তৃণমূল, বিজেপি ১০। এবার চারশো পার করার বার্তা দিয়েছিলেন মোদী।
প্রসঙ্গত, বেশিরভাগ সংবাদমাধ্যমেই বুথ ফেরত সমীক্ষায় বেশিরভাগ সংবাদমাধ্যমই বিজেপিকে বাংলায় এগিয়ে রেখেছিল। বিকাল চারটে পর্যন্ত গণনা অনুযায়ী, তৃণমূল ৩০-র বেশি এগিয়ে তৃণমূল, বিজেপি ১০। এবার চারশো পার করার বার্তা দিয়েছিলেন মোদী। সে বিষয়ে দেবাংশু বলেন, “সত্যি সত্যি কেউ কেউ চারশো পার করিয়ে দিয়েছিলেন। সেখানে NDA মিলে তিনশো পার করতে পারে নি। বিজেপি তো ছেড়েই দিতে হবে। কেন্দ্রীয় সরকারের শক্তি কমে যাওয়া, তারা শেষ পর্যন্ত সরকার গড়তে পারবে কিনা, সন্দেহ রয়েছে।”
বাংলায় আবারও তৃণমূল ঝড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতি কাঁটায় বিদ্ধ শাসকদলের কাছে এবারের মস্ত চ্যালেঞ্জ ছিল ভূমি পুনরুদ্ধার ও মানুষের বিশ্বাস আদায়। নির্বাচনের প্রাক লগ্নে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির হানা, নেতা-মন্ত্রীদের গ্রেফতারিই ছিল বিজেপির হাতিয়াক। কিন্তু তার কোনও প্রতিচ্ছবিই যে সেভাবে ফলে পড়ল না, তা স্পষ্ট। তাহলে কি দুর্নীতি ‘ম্যাটার’ করছে না? দেবাংশু বলছেন, ‘ম্যাটার করছে, তবে বিজেপির দুর্নীতির।’ দেবাংশুর যুক্তি, “রাজ্যে আমাদের এত ভাল ফলাফল। দুর্নীতি ম্যাটার করছে। তবে তা বিজেপির দুর্নীতি। গ্যাসের দাম, সরষের তেল, কেরোসিন তেলের দাম বাড়ানো, এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন। মোবাইলের রিচার্জের দাম বাড়ায়, এটাকে মানুষ দুর্নীতি মনে করে। টিভির ক্যাবেলের দাম বাড়ায়, সেটা দুর্নীতি।