পুরুলিয়া: টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল নাবালক। কয়েকদিন কাটলেও তার কোনও খোঁজ পাননি অভিভাবকরা। এরই মধ্যে আবার পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। যার জেরে জোর গুঞ্জন পুরুলিয়ার বাঘমুণ্ডিতে।
গত রবিবার (১৮ জুন) বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রাকেশ মাহাত (১৩)। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে সে। ওইদিন বিকেলে টিউশন পড়তে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি। এরপর নিখোঁজের বিষয়টি জানিয়ে বাঘমুণ্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাকেশের বাবা।
এরপরই রবিবার গ্রামের অদূরে নিখোঁজ নাবালকের মুক্তিপণ চেয়ে পাওয়া যায় পোস্টার। লাল কালিতে লেখা ছিল সেই পোস্টারটি। তাতে ‘মাওবাদী’ নাম লেখা। পোস্টারটিতে বলা হয়েছে, রাকেশকে পেতে হলে পাঁচ লক্ষ টাকা লাগবে। সঙ্গে এক ব্যক্তি ও দু’টি ফোন নম্বরও দেওয়া হয়েছে। তবে তা ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশ।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ঝালদা ও বলরামপুরেও মাও নামাঙ্কিত পোস্টার পড়ে। সেখানে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো এবং বলরামপুরের বিজেপি সাংসদ বাণেশ্বর মাহাতোকে খুন করার হুমকি দেওয়া হয়। এই কাজ মাওবাদীদের নয় বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। জেলা পুলিশের কয়েকজন কর্তার জানিয়েছেন, এটি আতঙ্ক ছড়ানোর জন্য কোনও ব্যক্তির কাজ। এর তদন্ত জোর কদমে চলছে। অল্প দিনের মধ্যেই দুষ্কৃতীদের ধরে ফেলা সম্ভব হবে।