Purulia: স্কুলের ফান্ডের লাখ লাখ টাকা প্রধান শিক্ষকের পকেটে! পুরুলিয়ায় গ্রেফতার অভিযুক্ত হেড মাস্টার

Anirban Banerjee | Edited By: Soumya Saha

Feb 21, 2023 | 11:47 AM

School Teacher Arrested: শিক্ষকের সাফাই, তাঁর মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। তাঁর কাছে সেই সময় টাকা ছিল না। সেই কারণেই স্কুলের তহবিলের টাকা তুলেছিলেন তিনি।

Purulia: স্কুলের ফান্ডের লাখ লাখ টাকা প্রধান শিক্ষকের পকেটে! পুরুলিয়ায় গ্রেফতার অভিযুক্ত হেড মাস্টার
গ্রেফতার প্রধান শিক্ষক

Follow Us

পুরুলিয়া: স্কুলের প্রায় ২০ লাখ টাকা তছরূপের অভিযোগ উঠল পুরুলিয়ার (Purulia) এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম প্রণব কুমার মণ্ডল। ওই শিক্ষকরে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুরুলিয়ার বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত তিনি। অভিযোগ উঠেছে, স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য যে টাকা এসেছিল, সেই তহবিলের টাকা আত্মসাৎ করেছেন প্রণব মণ্ডল। জানা গিয়েছে, স্কুলের তহবিলের টাকা দফায় দফায় তুলে নিয়েছেন তিনি। সবমিলিয়ে আত্মসাৎ করা টাকার অঙ্ক প্রায় ২০ লাখ টাকা। এদিন অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে পুরুলিয়া জেলা আদালতে (Purulia District Court) পেশ করা হবে। কেন তিনি এই কাণ্ড করেছেন? প্রশ্ন করা হলে ওই শিক্ষকের সাফাই, তাঁর মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। তাঁর কাছে সেই সময় টাকা ছিল না। সেই কারণেই স্কুলের তহবিলের টাকা তুলেছিলেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় সিপিএম নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, ‘বনমহড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল বিল্ডিং নির্মাণের জন্য ২১ লাখ টাকা লোপাট হয়ে যায়। জানা যায়, এই লোপাটের সঙ্গে যুক্ত প্রণব মণ্ডল। ওই ব্যক্তি তৃণমূল শিক্ষা সেলের নেতা। বিষয়টি নিয়ে আমরা এসআই-এর কাছে গিয়েছিলাম। থানাকে অনুরোধ করেছিলেন, যাতে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এবার জানতে পারি, পুলিশ তাকে গ্রেফতার করেছে, যা সত্যিই স্বস্তির।’ জেলা বিজেপি সভাপতি বিবেক রাংগা আবার বলেন, ‘চুরি এখন শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা কোনও নতুন ঘটনা নয়। ওই শিক্ষক তৃণমূলের সঙ্গে যুক্ত। তাই আসল কথা হল, পুলিশ তার কিচ্ছু করবে না।’

যদিও শাসক শিবিরের সঙ্গে এর কোনও যোগের কথা অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি জানান, ‘পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি সবেতেই তৃণমূলের ভূত দেখে। এতে বলার কিছু নেই।’

Next Article