পুরুলিয়া: অবশেষে হুড়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লুঠের ঘটনার সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃতের নাম সামীর আনসারী (২৫)। বাড়ি হুড়া থানার দুমদুমি গ্রামে।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে খবর, কোটিপতি হবার লোভেই আনসারি একাই একটা ব্যাঙ্ক লুঠ করতে মনস্থ করে। বলিউডের একটি সিনেমা দেখে বিশেষ ভাবে অনুপ্রাণিত হয় সে। তাই অনলাইন থেকে সে কিনতে থাকে একের পর এক যন্ত্রপাতি। অনলাইন এবং অফলাইনে সে একে একে কিনে ফেলে অত্যাধুনিক ড্রিল মেশিন, হাইড্রোলিক কাটার, মোবাইল জ্যামার, এন্ডোস্কোপি সহ বহু সরঞ্জাম।
তবে কোটিপতি হবার সেই স্বপ্ন এভাবে হাতছাড়া হবে বুঝে উঠতে পারেনি। জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯ টা নাগাদ নিখুঁত পরিকল্পনা করে একাই সে হাজির হয় পুরুলিয়ার হুড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। কিছুক্ষণ রেইকি করে অভিযুক্ত শুরু করে আসল কাজ। একের পর এক তালা কেটে সে ঢুকে পড়ে একেবারে ভিতরে ঢুকে পড়ে সে। এরপরই ঘটে যায় বিপত্তি। সিলিং খুলে অ্যালার্ম এবং সিসিটিভির তার কাটতে গিয়েই বেজে ওঠে শব্দ। বিপদ বুঝে তৎক্ষনাৎ সব ফেলে সটান বেরিয়ে যায়। তদন্ত শুরু করে পুলিশ।
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করেছিল পুলিশ। যে জিনিষগুলি অভিযুক্ত এনেছিল তার অনেকগুলিই ছিল অনলাইনে কেনা। এরপর অনলাইন সংস্থাগুলির সব কিছু খতিয়ে দেখে শেষ পর্যন্ত নিশ্চিত হয় পুলিশ। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকেই সামীরকে গ্রেফতার করা হয়। যে যন্ত্রগুলি ব্যাঙ্কে ফেলে গিয়েছিল সেই তার ও অনেকগুলির কার্টুনও উদ্ধার হয় তার বাড়ি থেকে। প্রাথমিক তদন্ত সে একাই সব কিছু করার কথা বলেছে। তবে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।