পুরুলিয়া: অবশেষে খেমাশুলি, কোটশিলাতেও উঠল কুড়মি সম্প্রদায়ের রেল অবরোধ। ঝাড়গ্রামের খেমাশুলিতে রাতের দিকে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেন চলাচল শুরু হয় দক্ষিণ পূর্ব রেলের টাটা-খড়গপুর শাখায়। তবে খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কের উপর অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়। আন্দোলনকারীরা জানান, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ চলবে। ১০টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে। আবার ৩টে থেকে রাত ১টা পর্যন্ত অবরোধ থাকবে। রাত ১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে। এদিন সকালে পুরুলিয়ার কুস্তাউরে রেল অবরোধ উঠলেও নতুন করে পুরুলিয়া-মুরি রেল শাখার কোটশিলা রেল স্টেশনে রেল রোকো অন্দোলনে সামিল হন আদিবাসী কুড়মি সমাজ। এর জেরে রবিবার দুপুর থেকে ওই শাখায় রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। একইসঙ্গে পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল কোটশিলা রেল স্টেশনে রেল রোকো আন্দোলনের। সেইমতো এদিন সেখানে জমায়েত করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। এরইমধ্যে কুস্তাউরে রেল রোকো আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।
কিন্তু কোটশিলায় উপস্থিত কুড়মি সম্প্রদায়ের মানুষজন আন্দোলন প্রত্যাহার করতে নারাজ। যার জেরে দুপুর থেকে তাঁরা কোটশিলা রেল স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল হন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার পর এই রেল রোকো আন্দোলনকে সমর্থন করেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো।
অজিতপ্রসাদ মাহাতো বলেন, “মানুষের আবেগকে ধরে রাখা যায় না। এখানে মানুষ জমায়েত করেছেন। তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন।” এদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় কোটশিলা এবং খেমাশুলিতে বিক্ষোভের ফলে বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয় রবিবার। সাউথ ইস্টার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী রবিবার বিকেলে জানান, কুস্তাউর ও খেমাশুলিতে কুড়মি আন্দোলন শুরু হয় ৫ এপ্রিল থেকে। কুস্তাউরে রবিবার ১২টা নাগাদ বিক্ষোভ প্রত্যাহার হয়েছে। তবে টাটানগর- খড়গপুর লাইনে খেমাশুলিতে বিক্ষোভ চলছে। নতুন করে কোটশিলাতেও বিক্ষোভের কারণে হাওড়া-মুম্বই লাইন আটকে রয়েছে। ধানবাদ-বোকারো লাইনও ব্লক।
দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-আদ্রা শাখায় গত বুধবার থেকে রেল রোকোর ডাক দেয় আদিবাসী কুড়মি সমাজ। অন্যদিকে রেল রোকো আন্দোলনের পাশাপাশি বৃহস্পতিবার ৬ এপ্রিল সকাল থেকে কুস্তাউর মোড়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরুদ্ধ করে চলে কুড়মি সম্প্রদায়ের আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করতে হবে। এই দাবির কথা রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের আদিবাসী বিষয়ক মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
তাঁদের বক্তব্য, ‘কালচারাল রিসার্চ ইন্সটিটিউট’ বা সিআরআই (CRI) কেন্দ্রকে যে চিঠি পাঠিয়েছে, তার ‘কমেন্ট জাস্টিফিকেশন’ পাঠাতে হবে রাজ্য সরকারকে। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর বক্তব্য, “সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানা করছে পশ্চিমবঙ্গ সরকার ।” যদিও রবিবার রাত থেকে পরিস্থিতি সর্বত্রই স্বাভাবিক হতে শুরু করে।