Sankrail Election Result 2021 Live: সাঁকরাইলে কাস্তে-হাতুড়ি বনাম ঘাসফুল, পিছিয়ে নেই পদ্মও

tista roychowdhury |

May 02, 2021 | 8:28 AM

সাঁকরাইলে (Sakrail Assembly Election Result Live Update) চড়ছে রাজনৈতিক পারদ। সূচগ্র মেদিনী ছাড়তে নারাজ শাসক শিবির। দেখুন, এই কেন্দ্রের সমস্ত তথ্য এক নজরে।

Sankrail Election Result 2021 Live: সাঁকরাইলে কাস্তে-হাতুড়ি বনাম ঘাসফুল, পিছিয়ে নেই পদ্মও
নিজস্ব ছবি

Follow Us

হাওড়া: সাঁকরাইল বিধানসভা কেন্দ্রটি হাওড়া জেলার অন্তর্গত। এই আসনটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ১৭৪ নং সাঁকরাইল বিধানসভা (এসসি) কেন্দ্রটি গঠিত হয়েছে নিম্নলিখিত গ্রামপঞ্চায়েতগুলি যেমন,  আন্দুল,বানপুর-১,বানপুর ২, দক্ষিণ সাঁকরাইল, ধুলাগড়ী, কান্ডুয়া, মানিকপুর, মাশিলা, নলপুর, রঘুদেববাটি, সাঁকরাইল,সারেঙ্গা সাঁকরাইল সিডি ব্লকের অন্তর্গত এবং কলোরা-১,কলোরা-২,মাহিয়াড়ী-১,মাহিয়াড়ী-২ গ্রামপঞ্চায়েতগুলি ডোমজুর সিডি ব্লকের অন্তর্গত। সাঁকরাইল বিধানসভা কেন্দ্রটি ২৫ নং হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১৬ বিধানসভা নির্বাচন 

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শীতলকুমার সর্দার জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৬,২১২৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী সমীর মালিক। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৭১,৪৫৫৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী শীতলকুমার সর্দার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী সমীর মালিক‌কে ১৪,৭৫৭ ভোটে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রে এবারে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়া পাল। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন প্রভাকর পণ্ডিত। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের সমীর মালিক।

বিদায়ী বিধায়ক: শীতলকুমার সর্দার
প্রাপ্ত ভোট: ৮৬,২১২
মোট ভোটার: ২৪৪১৮৮
ভোট শতাংশ: ৭৯.০৫

 

Next Article