Minor Death: ঝড়ের সময়ে পুকুরে নেমেছিল স্নানে, নিথর দেহ মিলল ১৫ বছরের আনসারুলের

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 27, 2024 | 5:09 PM

Minor Death: মৃত নাবালকের নাম আনসারুল খান (১৫)। বাড়ি শিলিগুড়ির ইসলামপুরে। তবে বাবার কাজের জন্য সে থাকে চট্টায়। এরপর গতকাল যখন বৃষ্টি শুরু হয় সেই সময় বন্ধুদের সঙ্গে স্নানে নামে ওই নাবালক। আর তখনই ঘটে অঘটন। স্নানে নেমে তলিয়ে যায় আনসারুল।

Minor Death: ঝড়ের সময়ে পুকুরে নেমেছিল স্নানে, নিথর দেহ মিলল ১৫ বছরের আনসারুলের
জলে ডুবে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কালিতলা: প্রবল দুর্যোগ। আর সেই দুর্যোগের মধ্যেই স্নানে গিয়েছিল নাবালক। বন্ধুদের সঙ্গেই পুকুরে স্নানে গিয়েছিল সে। এরপর আর উঠতে পারেননি। জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। দক্ষিণ চব্বিশ পরগনার কালিতলা আশুতি থানার অন্তর্গত চট্টা মাঝের পোল এলাকার ঘটনা।

মৃত নাবালকের নাম আনসারুল খান (১৫)। বাড়ি শিলিগুড়ির ইসলামপুরে। তবে বাবার কাজের জন্য সে থাকে চট্টায়। এরপর গতকাল যখন বৃষ্টি শুরু হয় সেই সময় বন্ধুদের সঙ্গে স্নানে নামে ওই নাবালক। আর তখনই ঘটে অঘটন। স্নানে নেমে তলিয়ে যায় আনসারুল। জানা গিয়েছে, বাকি বন্ধুরা তাকে প্রাণে বাঁচাতে চাইলেও পারেনি। এরপর ওই নাবালকের বন্ধুরা এসে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন পুকুরে যায়। সেখানে অনেক খোঁজাখুঁজির পরও দেহ না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। এরপর ডিএমজি আধিকারিকদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে বেশ কিছু ঘণ্টা চেষ্টার পর ওই নাবালককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

মৃতের বাবা বলেন, “ছেলেটা বন্ধুদের সঙ্গে ছিল। ওদের সঙ্গেই যায় স্নানে। এরপর কখন যে তলিয়ে গেল বলতে পারব না। ওর বন্ধুরা এসে খবর দিল।”

Next Article