Abhishek Banerjee: শুধু কি ডায়মন্ড হারবারে সক্রিয় অভিষেক? সাংসদ বললেন…
Abhishek Banerjee: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা! ডায়মন্ত হারবারে নতুন কর্মসূচি শুরু করেছেন সেই সংসদীয় এলাকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে 'সেবাশ্রয়'। অভিষেক জানালেন এই কারণেই তিনি এতদিন ব্যস্ত ছিলেন।
ডায়মন্ড হারবার: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সক্রিয়? দলে কি নিষ্ক্রিয় তিনি? বেশ কয়েকদিন ধরে রাজনীতির অলিগলিতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এবার সেই প্রশ্নের উত্তর দিয়েই দিলেন অভিষেক। কী করছিলেন তিনি? কেনই বা বেশ কয়েকদিন তাঁকে দেখা যায়নি। সবটাই জানালেন নিজের মুখে।
বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা! ডায়মন্ত হারবারে নতুন কর্মসূচি শুরু করেছেন সেই সংসদীয় এলাকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে ‘সেবাশ্রয়’। অভিষেক জানালেন এই কারণেই তিনি এতদিন ব্যস্ত ছিলেন। তৃণমূল নেতার কথায়, “এত বড় কাজ। আমায় সময় দিতে হবে। রাতারাতি হয় না। এটা বাস্তবায়িত করতে এক দেড় মাস সময় লেগেছে। দল যেখানে যেতে বলেছে আগামী দিনেও যাব।”
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি অভিষেক ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কয়েকজন ছাত্র নেতাকে পদ থেকে সরানো হয়েছে। সে প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক পরিষ্কার বলেছেন, “আমার ঘনিষ্ঠ বা তার ঘনিষ্ঠ কী? যে যার ঘনিষ্ঠ হতে পারে। আমার লক্ষ্য দলে দলে ঢুকে জোড়াফুল ফোটানো।” এ প্রসঙ্গে মিডিয়ার ভূমিকা নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেন,” আপনারা এগুলো নিয়ে গুজব রটাচ্ছেন। সুব্রত বক্সী বৈঠক করছেন আপনারা খবর করছেন। আরে আমার কাছে অন্য দলের লোক এল খবর করলেন বুঝলাম। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের সভাপতি কথা বলতে আসছেন, বা চা খেতে আসছেন খবর করছেন? সাংবাদিকতার মান নামাবেন না।”