বাংলার ঝুলিতে কেবলই ‘বঞ্চনা’, ধরে ধরে বোঝালেন শাহ

Feb 18, 2021 | 5:08 PM

স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি, নির্ভয়ে রাজ্যের মানুষ যেন ভোট দেন। একটি ভোটও যেন তৃণমূল না পায় তা দেখার দায়িত্বও রাজ্যবাসীর হাতেই এদিন ন্যস্ত করলেন বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড।

বাংলার ঝুলিতে কেবলই বঞ্চনা, ধরে ধরে বোঝালেন শাহ
নামখানায় অমিত শাহ।

Follow Us

নামখানা: সাগরপাড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক নিশানা সাধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৃষি আইন থেকে সপ্তম বেতন কমিশন, নমামী গঙ্গে প্রকল্প থেকে মৎস্যজীবীদের উন্নয়ন-সব ক্ষেত্রেই বাংলার মানুষ যে বঞ্চনার শিকার, শাহের বক্তব্যের পরতে পরতে সে সুরই ধরা পড়ল এদিন।

আরও পড়ুন: সপ্তম বেতন কমিশন থেকে সরকারি চাকরিতে সংরক্ষণ, ভোট বাংলায় শাহি প্রতিশ্রুতি

নমামী গঙ্গে ও ‘বঞ্চিত বাংলা’

এদিন কপিল মুনির আশ্রম থেকে বেরিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পূণ্যতীর্থে এসেও তাঁর মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। প্রধানমন্ত্রীর নমামী গঙ্গে প্রকল্পে গঙ্গোত্রী থেকে গোটা দেশজুড়ে গঙ্গা দূষণ রুখতে বিজেপি সরকার যেখানে নানা কর্মসূচি নিয়েছে, সেখানে একমাত্র ব্যতীক্রম বাংলা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা হতে দেননি বলেই তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলায় এসে নমামী প্রকল্প থমকে গেলেও বিজেপি সরকারে আসার পর সে বৃত্ত সম্পূর্ণ করবে বলে আশ্বাস দেন শাহ।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে থেকে বঞ্চিত বাংলার কৃষক

অমিত শাহ এদিন কিষাণ নিধি প্রসঙ্গ তুলে বলেন, “২০১৮ সালের ডিসেম্বর মাসে দেশের কৃষক স্বার্থে এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক স্বার্থে বাংলার কৃষকদের এ সুবিধা পেতে দেননি। উল্টে অন্য একটি প্রকল্প চালু করেছেন।” বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যের কৃষকরা সে সুবিধা পাবেন তা আগেই জানিয়েছিলেন শাহ। এবার জানালেন, ৬ লক্ষ মৎস্যজীবীও পিএম কিষাণ সম্মান নিধির আওতায় বছরে ৬ হাজার টাকা করে পাবেন। যদিও এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনই পৈলানের সভা থেকে বলেন, “কথা তো অনেক কিছুই দেওয়া যায়। আগে দিক।” এ প্রসঙ্গে সাউথ বেঙ্গল ফিশারম্যান ফোরামের সহ-সভাপতি দেবাশিস শ্যামল বলেন, “এখনও অবধি বাংলায় মৎস্যজীবীদের জন্য কোনও সহায়তা প্রকল্প নেই। এর আগে একটি প্রকল্প ছিল। তবে তার সুবিধা পেতেন রাজ্যের মাত্র ১০ হাজার মৎস্যজীবী।”

আরও পড়ুন: Amit Shah Parivartan rath yatra Rally LIVE: বিজেপি এলে রাজ্যে সপ্তম পে কমিশন, নামখানায় ঘোষণা শাহের

আমফান ত্রাণ বণ্টন দুর্নীতি ও শাহি-প্রতিশ্রুতি

আমফান দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক জেলা নেতৃত্বের। বিজেপি বারবার তাদের কড়া শাস্তির দাবি করেছে। এদিন সে প্রসঙ্গ তুলে অমিত শাহ জানান, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কাউকে রেয়াত করা হবে না। যে যেখানেই লুকিয়ে থাকুক না কেন খুঁজে এনে তাঁদের গরাদের পিছনে নিয়ে যাওয়া হবেই, ঘোষণা শাহের।

অমিত শাহ বলেন, কংগ্রেস সরকারে থাকার সময় বাংলার জন্য পাঁচ বছরে ১.৩২ লক্ষ কোটি টাকা দিত। নরেন্দ্র মোদী সরকার ৩.৫৯ লক্ষ কোটি টাকা দিয়েছে রাজ্যের জন্য। তাঁর দাবি, “এ রাজ্যে শাসকদল চালায় গুন্ডারা। তারাই কেন্দ্রের টাকা পকেটে ভরেছে। এর ফলে যাদের টাকা পাওয়ার কথা তাঁরা পান না।” স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি, নির্ভয়ে রাজ্যের মানুষ যেন ভোট দেন। একটি ভোটও যেন তৃণমূল না পায় তা দেখার দায়িত্বও রাজ্যবাসীর হাতেই এদিন ন্যস্ত করলেন বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড।

Next Article