Bhangar: গড়ে উঠেছিল আশ্রম, মমতার নির্দেশ আসতেই রাতারাতি ভাঙড়ে দখলমুক্ত হল সরকারি জায়গা

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jun 26, 2024 | 12:06 AM

Bhangar: সূত্রের খবর, সাড়ে ১২ হাজার বর্গফুটের বিল্ডিং সংস্কার করে সেখানে ফুড প্রসেসিং ইউনিট তৈরি করবে খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। মঙ্গলবার বিল্ডিং খালি করার জন্য কেএমডিএ, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, ভাঙড় ২ ব্লকের বিডিও ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসিকে বামনঘাটাতে যেতে দেখা যায়।

Bhangar: গড়ে উঠেছিল আশ্রম, মমতার নির্দেশ আসতেই রাতারাতি ভাঙড়ে দখলমুক্ত হল সরকারি জায়গা
নড়েচড়ে বসল প্রশাসন
Image Credit source: Facebook

Follow Us

ভাঙড়: জবরদখল নিয়ে ফুঁসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দখল হওয়া সরকারি দোতলা বিল্ডিং খালি করার কাজ শুরু হয়ে গেল। মঙ্গলবার ভাঙড়ের নিউ বামনঘটা এলাকায় ওই বিল্ডিং খালি করল প্রশাসন। বিল্ডিংয়ের মধ্যে থাকা চেয়ার, টেবিল, বেডিং অন্যত্র সরিয়ে দেওয়া হয়। যারা এতদিন দখল করে ওখানে কাজকর্ম করছিলেন তাঁরাও চলে যান অন্য জায়গায়। 

সূত্রের খবর, সাড়ে ১২ হাজার বর্গফুটের বিল্ডিং সংস্কার করে সেখানে ফুড প্রসেসিং ইউনিট তৈরি করবে খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। মঙ্গলবার বিল্ডিং খালি করার জন্য কেএমডিএ, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, ভাঙড় ২ ব্লকের বিডিও ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসিকে বামনঘাটাতে যেতে দেখা যায়। 

সূত্রের খবর, ওয়েটল্যান্ড অথরিটির জমিতে ওই ইউনিটের জন্য সাড়ে বারো হাজার স্কোয়ার ফুটের দোতলা বিল্ডিং গড়া হলেও জমিটি খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের নামে হস্তান্তর করা হয়নি। দীর্ঘদিন ধরে এতবড় বিল্ডিং খালি পরে থাকায় সেখানে অসামাজিক কাজকর্ম বাড়ছিল বলে অভিযোগ। সূত্রের খবর, এ জন্য এলাকার বাসিন্দারা ওই বিল্ডিংয়ে একটি আশ্রমও গড়ে তোলেন। সেখানেই এক গুরুদেব ও তাঁর কিছু শিষ্য থাকা শুরু করেছিলেন স্থানীয়দের অনুরোধে। দেখা যায় সাড়ে বারো হাজার বর্গফুটের বিল্ডিংয়ের এক কোণে চারশো বর্গফুট জায়গা দখল করে আশ্রম চলছে। বিডিও কথা বলেন আশ্রমের কর্ণাধারদের সঙ্গে। মঙ্গলবার আবার ঘটনাস্থলে যান কেএমডিএ, কৃষি বিপনণ ও উদ্যান পালন দফতরের আধিকারিকেরা, বি এল আর ও, বিডিও, ওসি। সবার উপস্থিতিতে বিল্ডিং খালি করা হয়।

Next Article