Baruipur: দুই নাবালিকাকে ধর্ষণ, দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
Baruipur: ২০২০ সালে ২৭ মে জয়নগরের বকুলতলা থানা এলাকার এক ব্যক্তি নামে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করেন তাঁর বাবা। অভিযোগ ওঠে, স্থানীয় এক ব্যক্তি দুই নাবালিকাকে সবেদা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। দুই নাবালিকার সঙ্গে আরও একজন ছিল।

বারুইপুর: দুই নাবালিকাকে জোর পূর্বক যৌন নির্যাতন। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। আসামীদের পকসো ধারায় মামলা রুজু হয়। দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বারুইপুর মহকুমা আদালত। সঙ্গে এক লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার বারুইপুর আদালতে সেশান জজ সুব্রত চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন।
২০২০ সালে ২৭ মে জয়নগরের বকুলতলা থানা এলাকার এক ব্যক্তি নামে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করেন তাঁর বাবা। অভিযোগ ওঠে, স্থানীয় এক ব্যক্তি দুই নাবালিকাকে সবেদা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। দুই নাবালিকার সঙ্গে আরও একজন ছিল। সুযোগ বুঝে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে ওই ২ জনকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
এখানেই শেষ নয়, ঘটনাটি যাতে কাউকে না বলা হয় সেইটাও বলা হয় ওই দু’জনকে। তারপর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের তদন্তে গ্রেফতার করা হয় ওই যুবককে। তারপর পাঁচ বছরের বেশি সময় ধরে মামলা চলে। অবশেষে মঙ্গলবার রায় দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ড সহ দুই নাবালিকার পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের কথাও বলা হয়েছে।

