বারুইপুর: দেনার দায়ে সাংসারিক অশান্তি অব্যাহত। নিত্যদিন স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া। আর তারপরই চরম সিদ্ধান্ত। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহকর্তা। মৃত ব্যক্তির দাম দুধে পাল (৪৩)। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ কালাবড়ু অঞ্চলের।
জানা গিয়েছে, দুখে পাল পেশায় দিনমজুরের কাজ করতেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে মদ্যপানও করতেন তিনি। বাজারে প্রচুর দেনাও ছিল তাঁর। সেই কারণে অশান্তি লেগে থাকত স্ত্রী-র সঙ্গে। এরপর শনিবার সন্ধ্যা নাগাদ দুখে পালের স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। রাগের বশে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর স্ত্রী। আর সেই সুযোগকেই কাজে লাগান প্রৌঢ়। অভিযোগ, তাঁর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয় দুখে পাল। রাতে পরিবারের লোকজন তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে দুখে পালকে উদ্ধার করে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ রবিবার তার দেহটি ময়না তদন্তে পাঠাবে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে পুলিশ।