Bhangar: পুলিশের বিরুদ্ধেই পাল্টা তোলাবাজির অভিযোগ

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2025 | 5:12 PM

Bhangar: পুলিশ আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে বারুইপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখনই পুলিশের তোলাবাজি নিয়েও উড়ছে প্রশ্ন!

Bhangar: পুলিশের বিরুদ্ধেই পাল্টা তোলাবাজির অভিযোগ
ভাঙড়ে এবার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়:   ভাঙড়ে মেলায় আক্রান্ত হয় পুলিশ। এবার পুলিশের বিরুদ্ধেই পাল্টা উঠল তোলাবাজির অভিযোগ। ভাঙড়ের  শাকশহর মেলায় জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছিল ভাঙ্গড় থানার পুলিশ। ভাঙড় থানার এক কনস্টেবল সরাসরি শাসকদলের কর্মীদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেছিলেন।

এবার পাল্টা ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শাকশহর এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকদের। এমনকি মেলা প্রাঙ্গণে উপস্থিত দোকানদাররা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। পুলিশকে মারধরের ঘটনা ঘটেনি বলে জানাচ্ছেন মেলায় উপস্থিত দোকানদাররা। তাঁদের দাবি, মেলায় উপস্থিত হয়ে তোলাবাজি করছে পুলিশ। শুধু মেলায় নয়, এলাকায়ও তোলাবাজি করা হচ্ছে বলে অভিযোগ জানান তাঁরা।

পুলিশ আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে বারুইপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখনই পুলিশের তোলাবাজি নিয়েও উড়ছে প্রশ্ন!

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পুলিশের ওপর হামলার ঘটনায় বলেছিলেন, “আমি কিছুই জানি না এ বিষয়ে, আমি বাইরে ছিলাম। তবে যদি কেউ এ ধরনের কাজ করে, তাহলে তা কখনই মেনে নেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার বিধানসভায় একটা মেলা চলে বলে আমি জানি, কিন্তু এই ঘটনা আমার বিধানসভা এলাকায় নয়।”

Next Article