ভাঙড়: ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও ঘটনাস্থলে পড়ে রইল ব্যাগ ভর্তি তাজা বোমা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকার সাধারণ মানুষের। মঙ্গলবার ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকায় ব্যাগ ভর্তি তাজা বোমা দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু তারপর থেকেই সেই একই জায়গায় পড়ে আছে ব্যাগ ভর্তি তাজা বোমা গুলি। ঘটনায় যথেষ্ট আতঙ্কে এলাকার বাসিন্দারা। বড় কোনও দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে সেই প্রশ্নই তুলছেন স্থানীয় মানুষজন। নামমাত্র কয়েকজন সিভিক ঘটনাস্থলে রয়েছেন। কিন্তু ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কেন এল না বম্ব স্কোয়াড টিম, তাই নিয়েই প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।
ভাঙড়ে বোমা উদ্ধারের খবর নতুন নয়। পঞ্চায়েত নির্বাচন গোটা পর্বে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনাও একাধিক ঘটেছে। তবে বোমা উদ্ধারের পর এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে সেভাবে প্রশ্ন ওঠে। বম্ব স্কোয়াড গিয়ে বোমা নিষ্ক্রিয়ও করা হয়। কিন্তু এক্ষেত্রে ২৪ ঘণ্টা পড়ে রইল তাজা বোমা।
এতদিন ভাঙড়ে ১৪৪ ধারা জারি ছিল। সোমবারই তা তুলে নেওয়া হয়। হাইকোর্টে বিষয়টি জানায় রাজ্য সরকার। তারপরই আবার এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।