শাহজাহানের বাড়িতে CCTV, ‘রিমোট’ কার হাতে জানেন? হাইকোর্টের নির্দেশের পরও ছেলেখেলা!

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 17, 2024 | 12:42 PM

Sheikh Shajahan: সরবেড়িয়ার শেখ শাহজাহানের বাড়ির পাশেই ভাইয়ের বাড়ি। একই চত্বরে পরপর তিনটি বাড়ি। কিন্তু শাহজাহানের বাড়িতে কে আসছেন, কে যাচ্ছেন, তা নজরদারির কোনও উপায় ছিল না। এবার হাইকোর্ট সেই বিষয়টিই দেখভালের ওপর জোর দিচ্ছে।

Follow Us

সন্দেশখালি: এখনও টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না সন্দেশখালির শেখ শাহজাহানের। আদালতের নির্দেশে তাঁর বাড়িতে বসল সিসিটিভি। কিন্তু তাতেও এড়ানো গেল না বিতর্ক। সিসিটিভি নিয়ন্ত্রণ করছেন কে? শাহজাহানেরই ভাই সিরাজউদ্দিন। TV9 বাংলার হাতে এল সুপার এক্সক্লুসিভ ছবি। রেশন দুর্নীতিতে তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কিন্তু তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। ডিজি-রাজ্যপালের হুঁশিয়ারি, কেন্দ্রের তরফে থেকে সচিবালয় পর্যায়ে নবান্নের ওপর চাপ-সবই হয়েছে, কিন্তু শাহজাহানের হদিশ পায়নি পুলিশ। তবে তিনি গেলেন কোথায়?

সরবেড়িয়ার শেখ শাহজাহানের বাড়ির পাশেই ভাইয়ের বাড়ি। একই চত্বরে পরপর তিনটি বাড়ি। কিন্তু শাহজাহানের বাড়িতে কে আসছেন, কে যাচ্ছেন, তা নজরদারির কোনও উপায় ছিল না। এবার হাইকোর্ট সেই বিষয়টিই দেখভালের ওপর জোর দিচ্ছে। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে সিসি ক্যামেরা বসল। কিন্তু সেখানেও দানা বাঁধল বিতর্ক।

শেখ শাহাজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ির দেওয়ালেও বসেছে দুটি ক্যামেরা। শাহজাহানের হলুদ রঙা বাড়িতেও দুটি ক্যামেরা বসেছে। সিসি ক্যামেরার মনিটরটি রয়েছে শাহজাহানের বাড়ির এক তলায় ছোট একটি ঘরে। মনিটরে দেখা যাচ্ছে, প্রথম ক্যামেরাটিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার ১ নম্বর রাস্তা, দ্বিতীয় ক্যামেরাটিতে শাহজাহানের বাড়িতে ঢোকার পিছনের রাস্তা। আরেকটি ক্যামেরা আকুঞ্জিপাড়া মোড়ে।

সব থেকে উল্লেখ্যযোগ্য, সেই মনিটরের কানেকশন কোথা থেকে আসছে? আদালতের নির্দেশে রাতারাতি সিসি ক্যামেরা বসলেও, বুধবার সকাল ৯.৪০ মিনিট পর্যন্ত সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। TV9 বাংলার ক্যামেরা দেখেই সিসি ক্যামেরা অন্। মনিটরের বিদ্যুৎ সংযোগ কোথা থেকে এল? মনিটরের সঙ্গে সংযুক্ত হলুদ রঙের তারটির উৎস খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল TV9 বাংলা। দেখা যায়, তারটি সিলিংয়ে লাগানো একটি এলইডি লাইটের হোল্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে ছাদের কার্নিশ বেয়ে সোজা চলে গিয়েছে শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভিতর। সেখানেই সিসি ক্যামেরার মনিটরের তারের সংযোগস্থল। অর্থাৎ সিসি ক্যামেরা চলবে কী চলবে না, তার সুইচ শেখ সিরাজউদ্দিনের হাতেই। যদিও এই বিষয়ে শেখ সিরাজউদ্দিনের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তাঁর ফোন সুইচ অফ!

আরও একটি বিষয় উল্লেখ্য, যে তিনটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তার র‌্যাডার অর্থাৎ কতটা পর্যন্ত এলাকা নজরবন্দি করতে পারবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তারপর দেখা যাচ্ছে, দুটি সিসি ক্যামেরার ফোকাল আড়াল হচ্ছে বাড়ির পিলারেও। অর্থাৎ সিসি ক্যামেরা বসল ঠিকই, তার কার্যকারণ নিয়েও প্রশ্ন থেকে গেল!

সন্দেশখালি: এখনও টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না সন্দেশখালির শেখ শাহজাহানের। আদালতের নির্দেশে তাঁর বাড়িতে বসল সিসিটিভি। কিন্তু তাতেও এড়ানো গেল না বিতর্ক। সিসিটিভি নিয়ন্ত্রণ করছেন কে? শাহজাহানেরই ভাই সিরাজউদ্দিন। TV9 বাংলার হাতে এল সুপার এক্সক্লুসিভ ছবি। রেশন দুর্নীতিতে তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কিন্তু তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। ডিজি-রাজ্যপালের হুঁশিয়ারি, কেন্দ্রের তরফে থেকে সচিবালয় পর্যায়ে নবান্নের ওপর চাপ-সবই হয়েছে, কিন্তু শাহজাহানের হদিশ পায়নি পুলিশ। তবে তিনি গেলেন কোথায়?

সরবেড়িয়ার শেখ শাহজাহানের বাড়ির পাশেই ভাইয়ের বাড়ি। একই চত্বরে পরপর তিনটি বাড়ি। কিন্তু শাহজাহানের বাড়িতে কে আসছেন, কে যাচ্ছেন, তা নজরদারির কোনও উপায় ছিল না। এবার হাইকোর্ট সেই বিষয়টিই দেখভালের ওপর জোর দিচ্ছে। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে সিসি ক্যামেরা বসল। কিন্তু সেখানেও দানা বাঁধল বিতর্ক।

শেখ শাহাজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ির দেওয়ালেও বসেছে দুটি ক্যামেরা। শাহজাহানের হলুদ রঙা বাড়িতেও দুটি ক্যামেরা বসেছে। সিসি ক্যামেরার মনিটরটি রয়েছে শাহজাহানের বাড়ির এক তলায় ছোট একটি ঘরে। মনিটরে দেখা যাচ্ছে, প্রথম ক্যামেরাটিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার ১ নম্বর রাস্তা, দ্বিতীয় ক্যামেরাটিতে শাহজাহানের বাড়িতে ঢোকার পিছনের রাস্তা। আরেকটি ক্যামেরা আকুঞ্জিপাড়া মোড়ে।

সব থেকে উল্লেখ্যযোগ্য, সেই মনিটরের কানেকশন কোথা থেকে আসছে? আদালতের নির্দেশে রাতারাতি সিসি ক্যামেরা বসলেও, বুধবার সকাল ৯.৪০ মিনিট পর্যন্ত সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। TV9 বাংলার ক্যামেরা দেখেই সিসি ক্যামেরা অন্। মনিটরের বিদ্যুৎ সংযোগ কোথা থেকে এল? মনিটরের সঙ্গে সংযুক্ত হলুদ রঙের তারটির উৎস খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল TV9 বাংলা। দেখা যায়, তারটি সিলিংয়ে লাগানো একটি এলইডি লাইটের হোল্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে ছাদের কার্নিশ বেয়ে সোজা চলে গিয়েছে শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভিতর। সেখানেই সিসি ক্যামেরার মনিটরের তারের সংযোগস্থল। অর্থাৎ সিসি ক্যামেরা চলবে কী চলবে না, তার সুইচ শেখ সিরাজউদ্দিনের হাতেই। যদিও এই বিষয়ে শেখ সিরাজউদ্দিনের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তাঁর ফোন সুইচ অফ!

আরও একটি বিষয় উল্লেখ্য, যে তিনটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, তার র‌্যাডার অর্থাৎ কতটা পর্যন্ত এলাকা নজরবন্দি করতে পারবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তারপর দেখা যাচ্ছে, দুটি সিসি ক্যামেরার ফোকাল আড়াল হচ্ছে বাড়ির পিলারেও। অর্থাৎ সিসি ক্যামেরা বসল ঠিকই, তার কার্যকারণ নিয়েও প্রশ্ন থেকে গেল!

Next Article