Road accident: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

Satyajit Mondal | Edited By: সঞ্জয় পাইকার

Oct 09, 2024 | 4:02 AM

Road accident: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পুলিশ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা নেয়। পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে দ্রুত বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। ওই দুর্ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।

Road accident: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Follow Us

ভাঙড়: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। অভিযোগ, পুলিশের তোলাবাজির ভয়ে বাইক নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনা হয়। সেই ঘটনায় মৃত্যু হয় সাইহাঁটি এলাকার এক যুবকের। পরিবারের দাবি, পুলিশের তোলাবাজির কারণেই মৃত্যু হয়েছে তাঁর। দুর্ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও তোলাবাজির অভিযোগ খারিজ করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পুলিশ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা নেয়। পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে দ্রুত বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। ওই দুর্ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর মৃত ওই যুবক এবং আহত যুবককে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনে স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করে। সেখানেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়।

রাস্তা অবরোধের সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। তারপরই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকায় সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষজন। ওই রাস্তা দিয়েই ফিরছিল শওকত মোল্লার কনভয়। রাস্তা অবরোধ করলে আটকে যায় শওকত মোল্লার কনভয়। পরে পুলিশ লাঠিচার্জ করে রাস্তা অবরোধ সরিয়ে দিলে বাসন্তী হাইওয়ের যানজট স্বাভাবিক হয়। তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Next Article