Haridevpur Chaos: হরিদেবপুরে ঘুষি মেরে ট্রাফিক সার্জেন্টের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 07, 2023 | 11:12 AM

Haridevpur Chaos: অভিযুক্তের নাম ভিকি চক্রবর্তী। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভিকি স্কুটিতে চড়ে মুরগি নিয়ে দোকানে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় এক সিভিক ভলান্টিয়র এসে তার পথ আটকায়।

Haridevpur Chaos: হরিদেবপুরে ঘুষি মেরে ট্রাফিক সার্জেন্টের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে
হরিদেবপুরে উত্তেজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হরিদেবপুর: সিভিক ভলান্টিয়রকে মারধর। শুধু তাই নয় ট্রাফিক সার্জনকেও ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে। হরিদেবপুর এলাকার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। আহত পুলিশ আধিকারিককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযুক্তের নাম ভিকি চক্রবর্তী। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভিকি স্কুটিতে চড়ে মুরগি নিয়ে দোকানে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় এক সিভিক ভলান্টিয়র এসে তার পথ আটকায়। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে পড়ে যায় সে। এরপর মাটি থেকে উঠে কোনও কথা না বলেই সোজা মারধর করতে থাকে সিভিক ভলান্টিয়রকে এমনটাই অভিযোগ। ভিকি থামাতে এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ বিশ্বাস।

অভিযোগ, তাঁকেও মারধর করে অভিযুক্ত। ঘুষি মেরে ওই পুলিশ আধিকারিকের নাক ফাটিয়ে সে। এই ঘটনার খবর পেয়ে পরবর্তীকালে এলাকায় আসে হরিদেবপুর থানার পুলিশ ফোর্স। তারা ভিকি চক্রবর্তীকে গ্রেফতার করে। সুব্রত গুহ নামে এলাকার এক দোকানদার বলেন, “সকালবেলা তখন আমি দোকান খুলিনি। এসে শুনলাম ট্রাফিক পুলিশ আর সিভিক ভলান্টিয়রকে মারধর করা হয়েছে। একজন মোটর বাইকে ছিলেন তিনিই মেরেছেন।” সুশান্ত বন্দ্যোপাধ্যায় নামে আর এক প্রত্যক্ষদর্শী বলেন, “স্কুটিতে করে একটা ছেলে যাচ্ছিল মাংস নিয়ে। ওই সময় একজন সিভিক পুলিশকে ওই ছেলেটা বোধহয় ধাক্কা মেরে চলে যাচ্ছিল। এরপর স্কুটি থেকে পড়ে যায়। অভিযোগ তখন উঠে ও ওই সিভিক ভলান্টিয়রকে মারধর করে। পরে ট্রাফিক সার্জেন্টকেও মারে।”

 

Next Article