ঠাকুরপুকুর: ঠাকুরপুকুরের মতো ব্যস্ত রাস্তা। সেই রাস্তার ধারে নীল প্লাস্টিকে মোড়া ছিল কিছু একটা। তবে এলাকাবাসীদের সন্দেহ হয় কিছু একটা। দ্রুত তাঁরা খবর দেন ঠাকুরপুকুর থানার পুলিশের কাছে। পুলিশ এসে প্লাস্টিকের বাঁধন খুলতেই স্তম্ভিত।
স্থানীয় সূত্রে খবর, ঠাকুরপুকুর থানা এলাকায় জোকার স্মাইল রোড। সেখানেই রাস্তার ধারে পচা গলা দেহ উদ্ধার হয়। স্থানীয় মানুষজন প্রথম প্লাস্টিকে মোরা বডি দেখতে পান। তাঁদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ বডি উদ্ধার করে। বিদ্যাসাগর হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠালো এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। তবে কীভাবে এই জনবহুল রাস্তার মধ্যে মৃতদেহ আসলো গোটা ঘটনা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এলাকা সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা রোজই এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আজও যাচ্ছিলাম। দেখি অনেক ভিড় জমে রয়েছে। কী হয়েছে বুঝে ওঠার আগেই দেখলাম পুলিশ এসেছে। যে প্যাকেট পড়েছিল তার ভিতর দেহ শুনলাম একটা বডি মিলেছে।”