Dog Treatment: মানুষের অ্যাম্বুল্যান্সে কুকুরের চিকিৎসা! তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল অভিযোগ

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 13, 2024 | 7:48 PM

Dog Treatment: আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে আসেন বলেও অভিযোগ উঠেছে।

Dog Treatment: মানুষের অ্যাম্বুল্যান্সে কুকুরের চিকিৎসা! তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল অভিযোগ

Follow Us

সাতগাছিয়া: মানুষের অ্য়াম্বুল্যান্সে চিকিৎসা করা হয়েছে কুকুরের। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে। অভিযোগ,বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নবকুমার বেতাল ও তাঁর স্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল তাঁদের কুকুর নিয়ে গিয়েছিলেন অ্য়াম্বুল্যান্সে। এই অভিযোগ নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে আসেন বলেও অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করা হয়েছে বলেও অভিযোগ।

হাসপাতালের সুপার কুকুর আনার বিষয়টি স্বীকার করে নিলেও, তাঁর দাবি, কোনও চিকিৎসা করা হয়নি। এই অভিযোগ সম্পর্কে জানার জন্য TV9 বাংলার তরফে নবকুমার বেতাল এবং তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, তাঁরা ফোন তোলেননি।

সুপারের বক্তব্য, কুকুরটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনওরকম ভাবে চিকিৎসা করা হয়নি। তাকে আবার পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিরোধীরা প্রশ্ন তুলেছে।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কুকুর একটা জটিল বিষয়। পান্ডবদের শেষ যাত্রায় কুকুর গিয়েছিল। কুকুরের নানা রুপ আছে। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছে, তবে রোগীকে বঞ্চিত করে নিয়ে যাওয়া হয়েছে কি না, সেটা আগে দেখা হোক।

বছর কয়েক আগে কুকুরের ডায়ালিসিস ঘিরে উঠেছিল অভিযোগ। ২০১৫ সালে এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে এক কুকুরের ডায়ালিসিসের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা তথা নির্মল মাজির। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির এক আত্মীয়ের কুকুরের জন্য হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল বলে অভিযোগ।

Next Article