Fire at Bhangar: দাহ্য বস্তু ঠাসা! ভাঙড়ের গোটা কারখানা গিলে খেল বিধ্বংসী আগুন

Satyajit Mondal | Edited By: Soumya Saha

Apr 28, 2024 | 3:43 PM

Fire in Bhangar: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অনন্তপুরের যে কারখানাটিতে আগুন লেগেছে, সেখানে মূলত সবজি রাখার প্লাস্টিকের ট্রে তৈরি করা হত। আজ দুপুর প্রায় দেড়টা নাগাদ আগুন লাগে কারখানায়। আগুনে যেভাবে দাউদাউ করে জ্বলে ওঠে, তা দেখে অনুমান করা হচ্ছে প্রচুর দাহ্য বস্তু মজুত রাখা ছিল কারখানায়।

Fire at Bhangar: দাহ্য বস্তু ঠাসা! ভাঙড়ের গোটা কারখানা গিলে খেল বিধ্বংসী আগুন
ভাঙড়ের কারখানায় আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রবিবার দুপুরে পোলেরহাটের অনন্তপুরে দাউদাউ করে আগুন জ্বলে যায় একটি কারখানায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অনন্তপুরের যে কারখানাটিতে আগুন লেগেছে, সেখানে মূলত সবজি রাখার প্লাস্টিকের ট্রে তৈরি করা হত। আজ দুপুর প্রায় দেড়টা নাগাদ আগুন লাগে কারখানায়। আগুনে যেভাবে দাউদাউ করে জ্বলে ওঠে, তা দেখে অনুমান করা হচ্ছে প্রচুর দাহ্য বস্তু মজুত রাখা ছিল কারখানায়।

আগুনের ভয়াবহতা এতটাই বেশি, যে ধারেকাছে ঘেঁষতে পারছিলেন না কেউ। আগুন লাগার বিষয়টি স্থানীয় বাসিন্দাদেরই প্রথম নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান বলে দাবি এলাকাবাসীদের। শেষ পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে দু’টি ইঞ্জিনের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিকে দমকলের ইঞ্জিন দেরিতে আসার অভিযোগে আজ এলাকাবাসীরা পোলেরহাট থানার পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তবে দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।