সোনারপুর: সোনারপুরে গঙ্গাজোয়ারায় দুষ্কৃতী হানায় মৃত দম্পতি। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। দম্পতির দেহ আটকে বিক্ষোভও দেখালেন গ্রামবাসীরা। চলল রাস্তা অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এল নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গায়ের জোরেই তাঁদের কথা না শুনে তুলে দিয়েছে পুলিশ। মারধরও করা হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার দুষ্কৃতকারীদের ছোঁড়া বোমায় আহত হন সুজয় মণ্ডল ও তার স্ত্রী টুকটুকি মন্ডল। এমনটাই অভিযোগ করেছিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, এলাকায় বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছিল। এদিকে ভোররাতে নিজেদের দোকান খুলতেন সুজয়-টুকটুকি। তাতেই কাজে বাধা পড়ত দুষ্কৃতীদের। অভিযোগ, সেই রাগ থেকেই তাঁদের বোমা মারা হয়। সোমবার রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে সবা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা। কিন্তু, শেষ রক্ষা হয়নি।
বুধবার নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় হয় টুকটুকি দেবীর। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর স্বামী সুজয় মণ্ডলের। ময়নাতদন্তের পর এদিনই তাঁদের দেহ এলাকায় আসে। তখনই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই গোটা এলাকা যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। প্রশাসনের নাকের ডগাতেই চলছে অপকর্ম। কিন্তু, সব দেখেও কিছু করা হচ্ছে না। উল্টে এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ প্রতিবাদীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। মৃত্যুর খবরে শোকের ছায়া সুজয়-টুকটুকির পরিবারে। থমথমে গোটা এলাকা।