জয়নগর: জোড়া খুনের জেরে রণক্ষেত্র পরিস্থিতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ ওঠে পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। এদের মধ্যে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃতের নাম সাহাবুদ্দিন। এলাকার তৃণমূল সমর্থকদের অভিযোগ,সাহাবুদ্দিন তৃণমূল সমর্থক।
স্থানীয় সূত্রে খবর, সামনেই বিয়ে ছিল সাহাবুদ্দিনের মেয়ে। সেই কারণে গত মঙ্গলবার সইফুদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিলেন বলে খবর। তারপরও কেন এই ভাবে খুন ? তার যদিও সদুত্তর মেলেনি।
উল্লেখ্য, এ দিন সইফুদ্দিনের মৃত্যুর পরই জ্বলে ওঠে জয়নগর। জ্বালিয়ে ফেলা হয়েছে একের পর এক গ্রাম। গোটা গ্রাম কার্যত ঢেকে গিয়েছে ধোঁয়ায়। পুড়িয়ে দেওয়া হয়েছে ধানের গোলা। ঘরের ভিতরে থাকা যাবতীয় আসবাব পত্র ফেলে দেওয়া হয়েছে মাটিতে। এই অবস্থায় গ্রামবাসীদের অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে বিরোধীদের বাড়িগুলি জ্বালিয়ে ফেলছে। এমনকী দমকল কর্মীদেরও গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, দলুইখাঁকি গ্রাম যে সব বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়ির মহিলা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। হুমকি দেওয়া হয়েছে আবার এসে মারধর করা হবে।