Kultali: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনে কোন কোন ধারায় ফাঁসির সাজা?

Supriyo Guha | Edited By: সঞ্জয় পাইকার

Dec 06, 2024 | 5:10 PM

Kultali: মৃত নাবালিকার পরিবারের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সুব্রত সরকার। তিনি জানান, তিনটি ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও আরও একাধিক ধারায় সাজা ঘোষণা করেছেন বিচারক। মৃত নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Kultali: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনে কোন কোন ধারায় ফাঁসির সাজা?
কী বললেন আইনজীবী?

Follow Us

বারুইপুর: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ের দোষীসাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিয়েছে বারুইপুর পকসো আদালত। ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন বিচারক। তিনটি ধারায় মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হল। বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত।

শুক্রবার আদালত সাজা ঘোষণার পর আইনজীবী সুব্রত সর্দার বলেন, তিনটি ধারায় দোষীসাব্যস্ত মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। প্রথমত, পকসো ধারায় নাবালিকাকে ধর্ষণ ও খুনে জন্য। ৬ পকসো আইনে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দ্বিতীয়ত, নাবালিকাকে খুনের দায়ে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা, যা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ছিল। তৃতীয়ত, ১২ বছরের নিচে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে ৬৬ ধারায়।

মৃত নাবালিকার পরিবারের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সুব্রত সর্দার। তিনি জানান, তিনটি ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও আরও একাধিক ধারায় সাজা ঘোষণা করেছেন বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

রাজ্য সরকারের কৌসুলি জানান, “রাজ্য সরকারের তরফে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে সওয়াল করি। আদালত তা মেনে নিয়েছে। তিনটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর অপহরণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং
প্রমাণ লোপাটের জন্য ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয়। রাতেই গ্রেফতার করা হয় মুস্তাকিনকে। ঘটনার ৬১ দিনের মাথায় দোষীসাব্যস্তকে মুস্তাকিনকে মৃত্যুদণ্ড দিল পকসো আদালত।

 

Next Article