Mamata-Abhishek: কোচবিহার থেকে কাকদ্বীপ, আজ নবজোয়ারের শেষ দিনে এক মঞ্চে মমতা-অভিষেক
Mamata-Abhishek rally: কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপে পৌঁছেছে সেই কর্মসূচি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক।
কাকদ্বীপ: তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলেও প্রথম থেকেই পাশে থেকে থেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও সভামঞ্চে ছুটে গিয়েছেন, কখনও অভিষেকের অনুপস্থিতিতে ভার্চুয়ালি সামলেছেন সভা। আজ, শুক্রবার শেষ হচ্ছে তৃণমূলের সেই জনসংযোগ যাত্রা। শেষ দিনে ফের এক মঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেককে। তৃণমূল সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ড কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে সব মহল।
২৫ এপ্রিল শুরু হয়েছিল এই নবজোয়ার যাত্রা। কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপে পৌঁছেছে সেই কর্মসূচি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে আমজনতার কাছাকাছি পৌঁছতেই এই কর্মসূচি শুরু হয়েছিল। দুর্নীতির দায়ে যখন শাসক দল কোণঠাসা, তখন নবজোয়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলেই মনে করে রাজনৈতিক মহল।
এর আগে মালদহে সেই কর্মসূচিতে অভিষেকের পাশে দেখা গিয়েছিল মমতাকে। পরে ঝাড়গ্রামেও এক মঞ্চে বক্তব্য পেশ করতে দেখা যায় তাঁদের। এছাড়া সিবিআই তলব করায় যখন কর্মসূচি ছেড়ে বাঁকুড়া থেকে রাতারাতি অভিষেককে ফিরতে হয়েছিল কলকাতায়, তখন তাঁর ভার্চুয়াল সভায় বক্তব্য রেখেছিলেন দলনেত্রীই। তিনি বারবার তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি নিষেধ করা সত্ত্বেও অভিষেক এই যাত্রায় অংশ নিয়েছেন। এবার শেষ দিনেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে থাকবেন মমতা।
এদিকে, গত ২ মাসে বদলে গিয়েছে পরিস্থিতি। ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। অশান্তির উত্তাপে ফুটছে বাংলা। সেই আবহে শাসক দলের দুই নেতা-নেত্রী কী বার্তা দেন, সেটাই দেখার। অন্যদিকে, শুক্রবার এই কর্মসূচি শেষ হওয়ার পরই শনিবার কালীঘাটে বসছে হাইপ্রোফাইল বৈঠক। সূত্রের খবর বৈঠকে উপস্থিত থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেশ কয়েকজন সাংসদ ও বিধায়কও।