কুলতলি: অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রামে খাওয়ার বন্দ্যোবস্ত চলেছিল। সেই কারণে নেমতন্ন খেতে প্রচুর মানুষ পৌঁছন সেখানে। আর তখনই বিপত্তি। ওই গ্রামে খাওয়া-দাওয়া করে অসুস্থ হয়ে পড়েন অনেকে। প্রায় শতাধিক মানুষের অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য সেখানে।
একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সেখানেই খাওয়া দাওয়া করার পর থেকে একে একে অসুস্থ হয়ে পড়েছে প্রায় শতাধিক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত জালাবেড়িয়া এক নম্বর পঞ্চায়েতের পাখিরয়ালা গ্রামে। শুক্রবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে গ্রামবাসীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। সেখানে গোটা গ্রামের লোকজন খায়। এরপর ভোর থেকে শনিবার পর্যন্ত একে একে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে সব থেকে বেশি অসুস্থ হয়েছে শিশুরা। ৩৫ জনকে চিকিৎসার জন্য ভর্তি করতে হয়েছে স্থানীয় জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে। বাকিদের এলাকায় বিভিন্ন চিকিৎসা কেন্দ্র গুলিতে চিকিৎসা করা হচ্ছে। খাদ্যের বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে বলে অনুমান চিকিৎসকদের।
এই বিষয়ে