Saokat Molla: শওকতের ফেসবুক স্টেটাসে মহিলার উন্মুক্ত শরীর, ‘হ্যাক হয়েছে’ বললেন বিধায়ক

Saokat Molla: সাইবার ক্রাইমের ঘটনা অহরহ ঘটছে। বিভিন্ন সাইবার থানাগুলিতে অভিযোগের পাহাড়। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কুরুচিকর পোস্ট ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলার অপরাধীও নেহাত কম নয় চারপাশে। সব থেকে বড় বিষয়, সাইবার ক্রাইমের সিংহভাগ ক্ষেত্রে মূল অপরাধীর পিঠ বাঁচানোর সুযোগ অনেক বেশি।

Saokat Molla: শওকতের ফেসবুক স্টেটাসে মহিলার উন্মুক্ত শরীর, 'হ্যাক হয়েছে' বললেন বিধায়ক
বিধায়ক শওকত মোল্লা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 4:16 PM

দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজ হ্যাকের অভিযোগ। অভিযোগ, তাঁর ফেসবুক পেজ হ্যাক করে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে। ফেসবুক স্টেটাসে শেয়ার করা হয়েছে উন্মুক্ত শরীরের ছবি। এই ঘটনাকে ষড়যন্ত্র বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক। এই নিয়ে সাইবার সেলে অভিযোগও জানান শওকত।

শওকত মোল্লা বলেন, “এমএলএ শওকত মোল্লা নামে আমার যে ফেসবুক পেজ, সেটা ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে। বিরোধীদের আইটি সেলের কাজ বলেই আমার মনে হয়েছে। আমাদের ফলোয়ার্স, ভিউয়ার্স এতটাই বেশি যে এরা ষড়যন্ত্র করে এটা করল। আমরা এর তীব্র নিন্দা করি। এ ধরনের নোংরামো বাংলার মানুষ তো বটেই, দেশের মানুষও মানবে না।”

সাইবার ক্রাইমের ঘটনা অহরহ ঘটছে। বিভিন্ন সাইবার থানাগুলিতে অভিযোগের পাহাড়। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কুরুচিকর পোস্ট ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলার অপরাধীও নেহাত কম নয় চারপাশে। সব থেকে বড় বিষয়, সাইবার ক্রাইমের সিংহভাগ ক্ষেত্রে মূল অপরাধীর পিঠ বাঁচানোর সুযোগ অনেক বেশি। ফলে সেই সুযোগকেই কাজে লাগানো হচ্ছে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বারবারই বলছেন, সোশ্যাল হ্যান্ডেলগুলির সুরক্ষার দিকে বিশেষ নজর রাখতে। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি ঘন ঘন পাসওয়ার্ড বদলেরও পরামর্শ দিচ্ছেন তাঁরা।