Narendrapur: ছেলে দুষ্টুমি করায় গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ‘খুন’, থানায় স্বীকারোক্তি মায়ের

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jan 19, 2025 | 12:01 PM

Narendrapur: এলাকার অনেক মানুষেরই তনুজার নামে বিস্তর অভিযোগ রয়েছে। অনেকের দাবি, এই মহিলা শুধু বাড়িতে ঝামেলা করতেন এমনটা নয়, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা করতেন। প্রায়শই বচসায় জড়িয়ে পড়তেন।

Narendrapur: ছেলে দুষ্টুমি করায় গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ‘খুন’, থানায় স্বীকারোক্তি মায়ের
কঠোর শাস্তির দাবি প্রতিবেশীদের
Image Credit source: TV 9 Bangla

Follow Us

সোনারপুর: বারবার বিরক্ত করছিল ছেলে। তাতেই রেগে গিয়ে ছেলেকে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন। থানায় এসে স্বীকার করল মা। নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকায় শনিবার এই ঘটনা ঘটে। খবর চাউর হতেই ক্ষোভের আগুন গোটা এলাকায়। শোরগোল চলছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দা।

সূত্রের খবর, ঘটনার পরই থানায় গিয়ে অত্মসমর্পণ করেন মহিলা। রাগের মাথায় আট বছরের ছেলেকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি। রবিবার সোনারপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে আসা হয় তাঁকে। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেও খুনের কথা স্বীকার করে নেন তনুজা মণ্ডল নামে ওই মহিলা। পুলিশ জানাচ্ছে, এ দিনই আদালতে তোলা হবে তনুজাকে। এ দিন মৃত শিশুটির দেহের ময়নাতদন্তও হবে বলে পুলিশ সূত্রের খবর।

এলাকার অনেক মানুষেরই তনুজার নামে বিস্তর অভিযোগ রয়েছে। অনেকের দাবি, এই মহিলা শুধু বাড়িতে ঝামেলা করতেন এমনটা নয়, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা করতেন। প্রায়শই বচসায় জড়িয়ে পড়তেন। শুধু এই বাচ্চা নয়, এর আগেও একটি বাচ্চাকে মারার অভিযোগ তুলছেন এই মহিলার বিরুদ্ধে। যদি এলাকার লোকজন অভিযোগ করলেও এই নিয়ে পর্যাপ্ত প্রমাণ তাঁরা দিতে পারেননি। কিন্তু, আচমকা এই খবর সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন তাঁরা। এক প্রতিবেশী বলছেন, “মারার পরেই তো ও থানায় গিয়ে আত্মসমর্পন করল। তারপর পুলিশ ওকে নিয়ে আসে ঘটনাস্থল দেখতে। দেখার পর আবার ওকে নিয়ে চলে যায়।”  

Next Article