Saokat Molla: ‘শুভেন্দু ও নওশাদ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে’, ডিএ মঞ্চে আইএসএফ বিধায়কের ওপর হামলায় নয়া তত্ত্ব শওকতের

Satyajit Mondal

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 19, 2023 | 3:53 PM

Saokat Molla: শওকত বলেন, "ডিএ মঞ্চে নওশাদের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং সাজানো।"

Saokat Molla: 'শুভেন্দু ও নওশাদ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে', ডিএ মঞ্চে আইএসএফ বিধায়কের ওপর হামলায় নয়া তত্ত্ব শওকতের
সওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকি

দক্ষিণ ২৪ পরগনা: ‘পুরোটাই সাজানো ও পূর্ব পরিকল্পিত।’ ধর্মতলায় ডিএ আন্দোলন মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির হামলার ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল নেতা শওকত মোল্লা। রবিবার ভাঙড়ের বোদরা এলাকায় ক্যাশনিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড় বিধানসভার পর্যবেক্ষক শওকত বলেন, “ডিএ মঞ্চে নওশাদের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং সাজানো।” তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নওশাদ সিদ্দিকির টিআরপি কমে যাচ্ছে, তাই টিআরপি বাড়ানোর জন্য বিজেপির সঙ্গে আইএসএফ সুপরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তাঁর আরও দাবি, যেই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছে, তিনি ২০২১ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করতেন। তাঁর নামে ২৮ টি কেস চলছে। শুভেন্দু ও নওশাদ পরিকল্পিতভাবে ওই যুবককে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। শনিবার ডিএ অনশন মঞ্চে বক্তৃতা করার সময়ে আচমকা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গায়ে হাত তোলার অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় এক যুবকের বিরুদ্ধে। নওশাদ যখন বক্তব্য রাখছিলেন, তখন সামনে হাজির হয়ে যান ওি যুবক। দু-একটা কথা বলে কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মারেন তিনি। ধর্না মঞ্চে থাকা বাকিরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। ওই যুবককে আটক করে ময়দান থানার পুলিশ।

ওই যুবকের পরিচয় নিয়ে শুরু হয় ছানবিন। জানা যাচ্ছে যে যুবক নওশাদ সিদ্দিকিকে ধাক্কা দিয়েছেন তার নাম সেখ আবদুল সালাম। বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এলাকায় তোতা নামে পরিচিত। দীর্ঘদিন তৃণমূল কর্মী হিসেবে কাজ করছেন। বিধানসভা নির্বাচনের আগে ওই যুবক বিজেপিতে যোগ দেন বলে জানিয়েছেন ওই পঞ্চায়েতের উপপ্রধান মেহের আলি। তবে তিনি যে এখন ওই পঞ্চায়েতেরই সদস্য, তা স্বীকার করে নিয়েছেন। শওকতের এদিনের মন্তব্যে এই বিষয়ে জোরাল হয়েছে। বিজেপি নেতা সুনীপ দাস বলেন, “নওসাদ সিদ্দিকির টিআরপি তো তৃণমূল বাড়িয়েছে। একজন বিধায়ককে বিনা কারণে ৪২ দিন জেল খাটিয়েছে। শওকত মোল্লাকে তো সিবিআই ঢেকেছিল, তাই এখন সব কিছুতে বিজেপির ভয় পাচ্ছে। “

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla