Weather Update: সাত সকালেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: tannistha bhandari

Updated on: Mar 18, 2023 | 10:49 AM

Weather Update: আবহাওয়া দফতররের তথ্য বলছে ২০ তারিখ পর্যন্ত বাংলায় চলবে ঝড়-বৃষ্টির দাপট।

Weather Update: সাত সকালেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?
ফাইল ছবি

কলকাতা : দিন দুয়েক আগেই উত্তর থেকে ঝড়ের দাপট এসে পৌঁছেছে দক্ষিণে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও দুই ২৪ পরগনায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। শুক্রবার সারাদিনও ছিল মেঘলা আকাশ। শনিবার সকাল থেকেও রোদের দেখা নেই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর থেকে দেওয়া হল ঝড়ের পূর্বাভাস। শনিবার সকালেই দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় ঝড়ের দাপট দেখা যাবে বলে জানানো হয়েছে। বজ্র-বিদ্যুৎ সহ সেই ঝড়ের সময় যাতে সাধারণ মানুষ সতর্ক থাকেন, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বিশেষত দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড় হবে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।

জানা গিয়েছে, ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের ১০ থেকে ১১ জেলায়। গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছেব আবহাওয়াবিদরা। দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে গিয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ

রবিবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla