দক্ষিণ ২৪ পরগনা: রিসিভারের কাজ, দিনে ৭০০ টাকা আয়। এক ছিনতাইচক্রকে পাকড়াও করে নয়া ‘পেশার’ হদিশ পেলেন তদন্তকারীরা। হাওড়া ষ্টেশনের ছিনতাইকারী চক্রের হদিশ মেলে সোনারপুরে। ঘটনায় গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতদের নাম রাজ আইচ, শেখ কাসেম ও আকাশ হালদার। তাদের কাছ থেকে উদ্ধার হয় হাওড়া ষ্টেশনের যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগ। ৫টি দামী মোবাইল উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ।
সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানার পিসি ইনচার্জ অর্ঘ মণ্ডলের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় এই তিন জনকে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন ও মানিব্যাগ। এই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা মূলত রিসিভারের কাজ করত।
হাওড়া ষ্টেশনের মধ্যেই ছিনতাইকারীদের টিম সক্রিয়। তারা বিভিন্ন যাত্রীর নানান জিনিস ছিনতাই করে হাওড়া ষ্টেশনের বাইরে গিয়ে তাদের হাতে পৌঁছে দিত। সেখান থেকে চোরাই মালপত্র নিয়ে তারা ঘুটিয়ারি শরিফে জমা করত। তার জন্য প্রতিদিন তারা ৭০০ টাকা করে মাইনেও পেত বলে জানা গিয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের সন্ধান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ জানিয়েছে।