South 24 Parganas: রাস্তা আটকে কলেজ ছাত্রীকে দেখে অশালীন অঙ্গভঙ্গি, গ্রেফতার যুবক

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 05, 2025 | 4:20 PM

South 24 Parganas: অভিযোগ, সে সময়ে ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করে। এই ঘটনার পর ছাত্রী চিৎকার করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।

South 24 Parganas: রাস্তা আটকে কলেজ ছাত্রীকে দেখে অশালীন অঙ্গভঙ্গি, গ্রেফতার যুবক
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা:  কলেজ ছাত্রীকে কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ধৃতের নাম নাসির আলি। অভিযুক্তকে  বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিগৃহীত ছাত্রী টিউশন সেরে বাড়ি ফিরছিল। সে সময়ে অভিযুক্ত তার পথ আটকায়। অভিযোগ, সে সময়ে ছাত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি ও অশালীন অঙ্গভঙ্গি করে। এই ঘটনার পর ছাত্রী চিৎকার করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।

ঘটনায় ছাত্রী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে নাসির আলিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ নিগৃহীত ছাত্রীর সঙ্গেও কথা বলে। এই যুবককে আগে থেকে ছাত্রীরা।  ছাত্রীর বক্তব্য, “আমাকে অনেকদিন ধরেই অসুবিধা করছিল। কিন্তু আমি সেভাবে পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু এদিন সব সীমা পেরিয়ে যায়। আমার রাস্তা আটকে অশালীন অঙ্গভঙ্গিও করতে থাকে। তারপরই বাবা-মাকে বলতে বাধ্য হই।”

Next Article