Sundarban: পা পিছলে গিয়েছিল কোনওভাবে, সুন্দরবনের নদীতে একসঙ্গে তিন শ্রমিকের ভয়ঙ্কর পরিণতি

Saumav Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 03, 2023 | 12:37 PM

Sundarban: কাজ চলাকালীন শুক্রবার সন্ধ্যায় আচমকা পাম্প হাউজ়ের পাশে থাকা বাগজোলা খালের মধ্যে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও তাঁর কোন রকমের সন্ধান না মেলায় ঠিকাদার সংস্থার পক্ষ থেকে হাড়োয়া থানায় খবর দেওয়া হয়

Sundarban: পা পিছলে গিয়েছিল কোনওভাবে, সুন্দরবনের নদীতে একসঙ্গে তিন শ্রমিকের ভয়ঙ্কর পরিণতি
সুন্দরবনে নিখোঁজ শ্রমিক
Image Credit source: TV9 Bangla

Follow Us

সুন্দরবন:  সুন্দরবনের বিদ্যাধরী নদীর বাগজোলা খালে পড়ে তলিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি লক গেট পাম্প হাউস এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি নতুন পাম্প হাউজ় নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন‍্য প্রায় ৪০ জন শ্রমিককে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে একজন মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার বাসিন্দা ২৯ বছরের বিজয়ানন্দ দাস। তিনিও নতুন পাম্প হাউজ় নির্মাণের কাজ করছিলেন।

জানা গিয়েছে, কাজ চলাকালীন শুক্রবার সন্ধ্যায় আচমকা পাম্প হাউজ়ের পাশে থাকা বাগজোলা খালের মধ্যে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও তাঁর কোন রকমের সন্ধান না মেলায় ঠিকাদার সংস্থার পক্ষ থেকে হাড়োয়া থানায় খবর দেওয়া হয়। তারপর মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের নেতৃত্বে হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ এবং হাড়োয়া থানার লাউগাছি বিট হাউজ়ের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বনাথ বেরারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইতিমধ্যে সিভিল ডিফেন্সের দলকে সঙ্গে নিয়ে বিদ্যাধরী নদী সহ বাগজোলা খালের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। রাতেও তল্লাশি জারি রয়েছে। নির্মাণ শ্রমিক খালে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে থাকা অন্যান্য নির্মাণ শ্রমিকের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Next Article