TMC Candidate: এখনও নামই ঘোষণা হয়নি, প্রার্থীর নামে শুরু দেওয়াল লিখন, কাকদ্বীপে জোর শোরগোল

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 12, 2023 | 11:35 AM

TMC Candidate: ১৪২ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হিসেবে অনামিকা বাগের নামে ফ্লেক্স লাগানো হয়েছে।

TMC Candidate: এখনও নামই ঘোষণা হয়নি, প্রার্থীর নামে শুরু দেওয়াল লিখন, কাকদ্বীপে জোর শোরগোল
নাম ঘোষণার আগেই প্রার্থীর নামে ব্যানার

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থী তালিকা তৈরি করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই নির্দেশ পৌঁছে গেছে দলের সমস্ত নেতৃত্বের কাছে। কিন্তু সেই নির্দেশকে অমান্য করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা এলাকার দুটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থীদের নামে দেওয়াল লিখন ও ফ্লেক্স লাগিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর গ্রাম। এই গ্রামের ১৪২ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হিসেবে অনামিকা বাগের নামে ফ্লেক্স লাগানো হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রামের একাধিক এলাকায় এই ফ্লেক্স চোখে পড়েছে। আবার শ্রীনগর পঞ্চায়েতের রামরতনপুর গ্রামে গত শনিবার রাতে দেওয়াল লিখন হয়েছে তৃণমূল প্রার্থী সুজন জানার নামে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার নামের অংশটুকু এসে মুছে দেন দলের একাংশ।

সুজনকে বারে বারে ফোন করেও পাওয়া যায়নি। তবে অনামিকা বাগ জানিয়েছেন, ব্লকের নির্দেশে তাঁকে প্রার্থী করা হয়েছে। দলের কর্মীরা প্রচার শুরু করেছেন। আগাম প্রার্থীদের নামে দেওয়াল লিখন ও ফ্লেক্স লাগানোর বিষয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি বাপী হালদার বলেন, “দলের রাজ্য নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করবেন। কী করে প্রার্থীদের নাম দিয়ে প্রচার শুরু হল তা ব্লক নেতৃত্বের কাছে খোঁজ নিয়ে দেখছি।” ঘটনাকে ঘিরে বিরোধী রাজনৈতিক শিবিরেও চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা কৌশিক দাস বলেন, “এটা তো দলকেই বিচার করতে হবে। এটা অগণতান্ত্রিক কাজ। দলের মধ্যে প্রার্থী নিয়ে লম্বা লাইন। তাই নিয়েই দড়ি টানাটানি।”

Next Article