AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla: ‘রক্তের দায় এড়াতে পারে না’, মঞ্চ থেকে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শওকতের

SIR: তৃণমূল কংগ্রেসের এক রাজনৈতিক সভা থেকে কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করেন শওকত। শওকত মোল্লার অভিযোগ, বর্তমান ইলেকশন কমিশনারের ভূমিকার জেরেই রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক থেকেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

Saokat Molla: 'রক্তের দায় এড়াতে পারে না', মঞ্চ থেকে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শওকতের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2025 | 12:39 PM
Share

ক্যানিং: নির্বাচন কমিশন তথা কমিশনারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। প্রকাশ্য মঞ্চ থেকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর এলাকায় একটি রাজনৈতিক সভা থেকে এই ভাষাতেই কথা বলেন বিধায়ক। বাংলায় এসআইআর (SIR) আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন, তার সম্পূর্ণ দায় ইলেকশন কমিশনের ওপর চাপিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের এক রাজনৈতিক সভা থেকে কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করেন শওকত। শওকত মোল্লার অভিযোগ, বর্তমান ইলেকশন কমিশনারের ভূমিকার জেরেই রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক থেকেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। সভামঞ্চ থেকে তিনি বলেন, “বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি ও বাস্তব পরিস্থিতি না বুঝেই ইলেকশন কমিশন একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র রক্ষার নামে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া কখনও গ্রহণযোগ্য হতে পারে না।” এসআইআর নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন কমিশন বাংলার মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করছে বলে অভিযোগ তোলেন শওকত মোল্লা। তাঁর কথায়, “যাঁরা আতঙ্কে মারা গিয়েছেন, তাঁদের রক্তের দায় ইলেকশন কমিশনার এড়াতে পারেন না।” এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত রয়েছে তৃণমূলের। এখনও বিএলএ ইস্যুতে চলছে সেই সংঘাত। দফায় দফায় কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। মঙ্গলবার বিএলএ ২ দের প্রবেশের দাবিতে বেশ কিছুক্ষণের জন্য হিয়ারিং বন্ধও করে দেন বিধায়কর অসিত মজুমদার।