AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘একজনের জন্য সকলকে কেন ফল ভুগতে হবে?’ হঠাৎ কেন বললেন অভিষেক?

Abhishek Banerjee: এরপর তিনি প্রসঙ্গ তোলেন চাকরি বাতিলের। বলেন, "হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, বা দিয়েছেন। দু'জনই সমান দোষী। সেই কয়েকজনের জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেল?"

Abhishek Banerjee: 'একজনের জন্য সকলকে কেন ফল ভুগতে হবে?' হঠাৎ কেন বললেন অভিষেক?
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 25, 2025 | 9:59 PM
Share

ডায়মন্ড হারবার: ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন-দু’জনের জন্য কেন এতজনকে শাস্তি দেওয়া হবে? প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত থাকেননি তিনি। অভিষেক দিয়েছেন উদাহরণও।

আজ ডায়মন্ড হারবার কেন্দ্রে বিগত বছরগুলিতে কী কী কাজ হয়েছে, তার কাজের খতিয়ান দেন ডায়মন্ড-হারবারের সাংসদ। সে প্রসঙ্গে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে গিয়ে অভিষেক উল্লেখ করেন কেন্দ্রের বঞ্চনার কথা। তাঁর বক্তব্য, হতে পারে কয়েকজন দুর্নীতি করেছেন। কিন্তু তার দায় কেন পোহাবেন সকলে? কেন আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না? কেন ১০০ দিনের কাজ বন্ধ তার জবাব চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এরপর তিনি প্রসঙ্গ তোলেন চাকরি বাতিলের। বলেন, “হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, বা দিয়েছেন। দু’জনই সমান দোষী। সেই কয়েকজনের জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেল?” এরপর অভিষেক উদাহরণ টেনে বলেন, “দিল্লি কোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বাড়ি আগুন লেগেছে। দমকল দেখছে বাড়ি ভর্তি টাকা। একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে গোটা বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত? তা তো নয়… কয়েকজন যদি দুর্নীতি করে চাকরি পায়, তাহলে ২৬ হাজারের মুখের গ্রাস কেড়ে নিতে পারেন না। একজন বিধায়ক, একজন সাংসদ ভুল করলে পুরো বিধানসভা-সংসদ তুলে দেবেন?”