Food Department: ৮ লক্ষ নিয়ে মহিলাকে ধরিয়েছিলেন খাদ্য দফতরের ভুয়ো নিয়োগ পত্র, নরেন্দ্রপুর থেকে গ্রেফতার ২ অভিযুক্ত

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 24, 2024 | 11:45 AM

Narendrapur: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। এর মধ্যে শম্ভুনাথের বাড়ি হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। অপরদিকে, সমীরণের বাড়ি কল্পিতে। পুলিশের অনুমান এই কাজের সঙ্গে আরও কেউ কেউ জড়িয়ে রয়েছে। তবে শম্ভুনাথ ও সমীরণ এই কাজের মাস্টারমাইন্ড।

Food Department: ৮ লক্ষ নিয়ে মহিলাকে ধরিয়েছিলেন খাদ্য দফতরের ভুয়ো নিয়োগ পত্র, নরেন্দ্রপুর থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
গ্রেফতার দুই অভিযুক্ত
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নরেন্দ্রপুর: এসএসসি-র নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, সেই সময় ফের দুর্নীতির অভিযোগে গ্রেফতার দু’জন। জানা গিয়েছে, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ধৃতদের আজ বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। এর মধ্যে শম্ভুনাথের বাড়ি হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। অপরদিকে, সমীরণের বাড়ি কল্পিতে। পুলিশের অনুমান এই কাজের সঙ্গে আরও কেউ কেউ জড়িয়ে রয়েছে। তবে শম্ভুনাথ ও সমীরণ এই কাজের মাস্টারমাইন্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্তরা। এমনকী তাঁর কাছ থেকে আট লক্ষ টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। শুধু কী তাই! সরকারি নথি জাল করে ওই ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপি দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ঘটনার তদন্ত নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article