Weather Alert: উত্তাল হচ্ছে সমুদ্র, সতর্ক করল প্রশাসন, তুমুল ঢেউয়ে নিখোঁজ দুই
Sagardwip Fishermen: বুধবার বিকেলে সাগরদ্বীপের মায়াগোয়ালিনী ঘাট থেকে ভুটভুটি নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকার দুই বাসিন্দা।

গঙ্গাসাগর: রাজ্যে তথা দক্ষিণবঙ্গে ফের একবার দুর্যোগের আশঙ্কা নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। শুধু বৃষ্টির আশঙ্কাই নয়, সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জারি রয়েছে প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা। উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে হুগলি নদীতে নিখোঁজ হয়েছেন গঙ্গাসাগরের দুই মৎস্যজীবী।
বুধবার বিকেলে সাগরদ্বীপের মায়াগোয়ালিনী ঘাট থেকে ভুটভুটি নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকার দুই বাসিন্দা। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মণ্ডল (৪০) ও দেবেন জানা (৪৫)। এখনও পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি। উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ধাক্কায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।
আজ, বৃহস্পতিবার কলকাতা সহ ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া শুক্রবার আরও পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
