West Bengal Assembly Election 2021 Phase 5: ‘৭০-৮০ জন যুবক চলে আসে, তুলে নিয়ে যায় আমাদের এজেন্টকে’, মিনাখাঁয় খোঁজ নেই বিজেপি এজেন্টের!
বিজেপির (Bengal BJP) পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। ভোট (West Bengal Assembly Election 2021 Phase 5) দিতে যাওয়ার পথে বেধড়ক মারধর বিজেপি কর্মীকে। মিনাখাঁয় (Minakha) উত্তেজনা।
মিনাখাঁ: বিজেপির (Bengal BJP) পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। ভোট (West Bengal Assembly Election 2021 Phase 5) দিতে যাওয়ার পথে বেধড়ক মারধর বিজেপি কর্মীকে। মাথা ফেটে গিয়েছে ওই বিজেপি কর্মী। পঞ্চম দফার নির্বাচনে ব্যাপক উত্তেজনা মিনাখাঁর (Minakha) তেলেনিপাড়ায়।
অভিযোগ, মিনাখাঁর তেলেনিপাড়ার ৮০ নম্বর বুথে ভানু ভুঁইঞা নামে বিজেপির এজেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁর খোঁজ চালাচ্ছেন গ্রামবাসীরা। এদিকে, আক্রান্ত হয়েছেন বিজেপিরই অপর এক কর্মী। বুথের বাইরেই তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গ্রামবাসীরাই তাঁকে উদ্ধার করেন। আক্রান্ত ওই বিজেপি কর্মীর বক্তব্য, “এজেন্টকে বুথে বসাতে যাচ্ছিলাম। ৭০-৮০ জন ছেলে আমাদের ঘিরে ধরল। বেধড়ক মারধর করা হল আমাকে। ওকে (এজেন্ট ভানু ভুঁইঞা) নিয়ে চলে গেল ওরা।” তাঁর আরও অভিযোগ, বুথ পুরোটাই তৃণমূলের দখলে। মারধরের সময়ে সেখানে ছিলেন না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমা!
গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। তাঁরা ভোট দিতে যাবেন না বলে সোচ্চার হয়েছেন। এলাকায় উত্তেজনা রয়েছে।