Panchayat Election 2023 Result: নিজে জিতলেও নিজের এলাকায় হারলেন আরাবুল

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Jul 11, 2023 | 7:27 PM

Panchayat Election 2023 Result: ২০০৬ সালে সব জায়গায় যখন বামেদের সরকার, এই পোলেরহাট-২ থেকে উঠেই ভাঙড়ে তৃণমূলের জয় এনেছিলেন আরাবুল ইসলাম। তবে ২০২১ সালে বিধানসভার ভোটে হার এবং তারপর ২০২৩-এ পোলেরহাটে জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি ও আইএসএফের একসঙ্গে লড়াই।

Panchayat Election 2023 Result: নিজে জিতলেও নিজের এলাকায় হারলেন আরাবুল
আরাবুল ইসলাম
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়: নিজের বুথ হাতছাড়া হলেও পঞ্চায়েত সমিতিতে জিতলেন আরাবুল ইসলাম। ২ হাজার ৪৪৮ ভোটে জয়ী হয়েছেন আরাবুল। পোলেরহাট-২ আরাবুল ইসলামের বুথ। সেই বুথে হেরেছে তৃণমূল। জিতেছে আইএসএফ। যদিও পোলেরহাট হারানো প্রসঙ্গে প্রসঙ্গে আরাবুল ইসলামের বক্তব্য়, “পোলেরহাট-২ ছাড়া বাকি ৯টা অঞ্চলে আমরা জিতেছি। আমাদের ৭জন প্রার্থী ৫ থেকে ১৫ ভোটের মধ্যে হেরেছেন। হতেই পারে।”

ভাঙড়ের বেঁওতা ১য়ে ৭টি আসনে জিতেছে তৃণমূল। বেঁওতা ২য়ে ৫টি জয় তৃণমূলের। ১টিতে জয়ী হয়েছে সিপিআইএম। ভগবানপুরে ১১টি তৃণমূলের, ২টি আইএসএফের। ভোগালি-১-এ ২টি তৃণমূলের, ১টি আইএসএফের। ভোগালি ২-এ ৩টি তৃণমূলের, ৩টি আইএসএফের। চালতাবেড়িয়াতে ১৩টি জিতেছে তৃণমূল, ৪টি আইএসএফ, ১টি নির্দল। পোলেরহাট-২-এ ১টিতে তৃণমূল, বাকি সবই জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি ও আইএসএফ ‘জোট’।

আরাবুল ইসলাম বলেন, “পোলেরহাট-২-এর ফল যে খারাপ হবে তা আমরা আগে থেকেই জানতাম। আমাদের কর্মীদের উপর ব্যাপকভাবে জুলুম, অত্যাচার হয়েছে। একটার পর একটা অত্যাচার। আমি প্রথম থেকেই জানি ওই এলাকায় ফল খারাপ হবে।” ২০০৬ সালে সব জায়গায় যখন বামেদের সরকার, এই পোলেরহাট-২ থেকে উঠেই ভাঙড়ে তৃণমূলের জয় এনেছিলেন আরাবুল ইসলাম। তবে ২০২১ সালে বিধানসভার ভোটে হার এবং তারপর ২০২৩-এ পোলেরহাটে জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটি ও আইএসএফের একসঙ্গে লড়াই। তাতে ২৪ আসনের মধ্যে মাত্র ১টি পায় তৃণমূল, সবকটিতে এই অঘোষিত জোটের জয়।

পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে

Next Article