Madhyamik 2023: মুচিসা হাসপাতাল যেন মাধ্যমিকের কেন্দ্র, তবে নিয়মে পরেনি ফাঁক

Madhyamik: শুক্রবার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। তার আগে বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে যায় এক ছাত্রীর।

Madhyamik 2023: মুচিসা হাসপাতাল যেন মাধ্যমিকের কেন্দ্র, তবে নিয়মে পরেনি ফাঁক
ছাত্রী রোশনি খাতুন।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2023 | 4:23 PM

দক্ষিণ ২৪ পরগনা: মুচিসা হাসপাতাল যেন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সেই পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সাতগাছিয়ার হাসনীচে স্কুলের ছাত্রী সিদ্দিকি সুলতানা। এরপরই নোদাখালি প্রশাসনের উদ্যোগে নিয়ে যাওয়া হয় মুচিসা হাসপাতালে। চিকিৎসার পর সেখানেই ছাত্রী পরীক্ষা দেয়। অন্যদিকে শুক্রবার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। তার আগে বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে যায় এক ছাত্রীর। রোশনি খাতুন নামে ওই ছাত্রীর পরিবারও নোদাখালি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। এরপরই নোদাখালি থানার ওসি ও স্থানীয় প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থী রোশনি খাতুনকে নিয়ে যান মুচিসা হাসপাতালে। সেখানে রোশনি খাতুনের চিকিৎসার পর পুলিশি পাহারায় মাধ্যমিক পরীক্ষা দেয়।

বজবজ-২ এর সহকারি সভাপতি তৃণমূলের বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের আদর্শ আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোশনি খাতুনের আর্যপাড়ায় সিট পড়েছিল। পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে পড়ে গিয়ে পা ভেঙে যায়। একটা নার্সিংহোমে নিয়ে গিয়েছিল। কিন্তু সেখানে তো পরীক্ষা দেওয়া সম্ভব না। আমরা সকলে মিলে পুলিশকে সঙ্গে নিয়ে এখানে এসেছি।”

বুচান জানান, “যারা অসুস্থ হয়ে যাবে বা যদি কোনও অঘটন ঘটে, যেমন ঘটল, কালও ঘটেছে, তাদের যাতে পরীক্ষা নিয়ে কোনওরকম আলাদা চিন্তায় না পড়তে হয়, সেদিকে আমরা নজর রেখেছি। এই লক্ষ্মীবালা দত্ত হাসপাতালে আলাদা ঘর রেখেছি। কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা থাকলেও তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে ব্যহত না হয় তার জন্য দোতলায় একটি ঘরও রাখা হয়েছে। সেখানেই নিয়ম মেনে প্রশাসনের উপস্থিতিতে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।”