Bishnupur Suicide: হোয়াটস অ্যাপ ভিডিয়ো কলে প্রেমিকার চোখের সামনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2023 | 2:39 PM

Suicide: সূত্রের খবর, করোনার সময় ওই কলেজেরই আর এক পড়ুয়া সায়নীর (পদবী জানা যায়নি) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা বিষয়টি জানতেন।

Bishnupur Suicide: হোয়াটস অ্যাপ ভিডিয়ো কলে প্রেমিকার চোখের সামনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক
(গ্রাফিক্স: শুভ্রনীল দে)

Follow Us

বিষ্ণপুর: করোনার সময় প্রেম হয়েছিল দু’জনের মধ্যে। বেশ ঠিকঠাক চলছিল সমস্তটাই। কিন্তু আচমকাই যেন সবটা বদলে গেল। প্রতিদিনের মতো প্রেমিককে ভিডিয়ো কল করেছিলেন প্রেমিকা। চোখের সামনেই দেখলেন ভয়ঙ্কর কাণ্ড। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। মৃতের নাম আকাশ নস্কর (২১)। তিনি বিদ্যানগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সূত্রের খবর, করোনার সময় ওই কলেজেরই আর এক পড়ুয়া সায়নীর (পদবী জানা যায়নি) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা বিষয়টি জানতেন। আকাশের বন্ধুদের বক্তব্য, গতকাল রাতে কথা বলতে-বলতে আচমকাই গামছা দিয়ে গলায় ফাঁস লাগায় আকাশ। ইতিমধ্যেই আকাশের বাবা মিন্টু নস্কর বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন সায়নীর নামে। তাঁদের বক্তব্য, প্রেম ঘটিত কারণের জন্যই আজ আকাশের এরকম ভাবে মৃত্যু ঘটেছে।

আকাশ নস্কর
(নিজস্ব চিত্র)

মৃতের দেহ বিষ্ণপুর থানার পুলিশ উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠানো হবে। এই বিষয়ে মিন্টু বাবু বলেন, “সায়নীর সঙ্গে সারা রাত কথা বলেছে। আমরা সকালে উঠে দেখি গলায় দড়ি দিয়েছে। আমরা জানতাম ওদের প্রেম ছিল। বলেওছিলাম মেয়ের বাড়ি থেকে না মানলে বিয়ে দেব।”

Next Article
Bhangar TMC ISF: ‘মদ খাওয়াব চল’, প্রলোভন দেখিয়ে নওশাদের সভায় লোক ভরানোর অভিযোগ
Bhangar: ঘরের সামনে বেপরোয়া বোমাবাজিতে আহত শিশু, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়