Suicide: তামাকজাত দ্রব্য হাতে ধরা পড়েছিল, ক্লাসরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রের

Student Death: সুপার জানান, পরে ঘরে এসে আর অনুশঙ্করকে দেখেননি। ছাত্ররা কয়েকজন বলে, স্নানে গিয়েছে। এরপর খোঁজ করা হয় তার। ওরা এসেই বলে অনুশঙ্কর ঝুলে আছে। সকলকে খবর দেওয়া হয়। গ্রামের লোকজনও আসেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।

Suicide: তামাকজাত দ্রব্য হাতে ধরা পড়েছিল, ক্লাসরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ছাত্রের
এই ক্লাসরুমেই আত্মঘাতী হয় ছাত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 9:35 PM

দক্ষিণ ২৪ পরগনা: ক্লাসরুম থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। হস্টেল সূত্রে খবর, শনিবার সকালে ওই ছাত্র লুকিয়ে বাথরুমে তামাকজাত দ্রব্য খেতে গিয়েছিল। নিরাপত্তারক্ষীর কাছে ধরা পড়ে যায়। এরপরই সুপারকে বিষয়টি জানানো হয়। এরইমধ্যে রবিবার ক্লাসরুম থেকে ১৪ বছর বয়সি ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। ঘটনাটি কাকদ্বীপের। নিহত ছাত্রের নাম অনুশঙ্কর মণ্ডল। বামানগর সুবলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল সে। স্কুলেরই হস্টেলে থাকত সে।

হস্টেল সুপার তারাপদ জানা বলেন, “রান্নাঘরে ঠিকমতো কাজ হচ্ছে কি না দেখতে সকালে আমরা রান্নাঘরে গিয়েছিলাম। হস্টেল সুপাররা প্রায়ই দেখতে যাই। এরপর আবার স্কুলে ঢুকি। সেই সময় এক নিরাপত্তারক্ষী গোবিন্দ সর্দার আমাকে বলেন অরুণবাবু (নবম দশমের ছাত্রদের হস্টেলে দেখভালের দায়িত্ব) ডাকছেন। তিনিই বলেন, অনুশঙ্কর মণ্ডল বাথরুমে তামাকজাত দ্রব্য খাচ্ছিল। উনি বলেন, ওকে জিজ্ঞাসা করুন। যা বলবে যেন লিখে দেয়। সুজিত মাইতি নামে আরেক ছাত্রও ছিল। কথাবার্তার পর একজন ছাত্র প্রসাদ এনেছিল, সকলে খাওয়া হল। এরপর আমি চলে যাই।”

সুপার জানান, পরে ঘরে এসে আর অনুশঙ্করকে দেখেননি। ছাত্ররা কয়েকজন বলে, স্নানে গিয়েছে। এরপর খোঁজ করা হয় তার। ওরা এসেই বলে অনুশঙ্কর ঝুলে আছে। সকলকে খবর দেওয়া হয়। গ্রামের লোকজনও আসেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। প্রধান শিক্ষক বলদেব বেরা বলেন, “এরকম ঘটনা কখনও ঘটেনি। হস্টেলে ২৫০-র বেশি আবাসিক। এটা আমাদের কাছে অবাক করা ঘটনা। আমি ২০১০ সাল থেকে আছি এখানে। কোনওদিন এমন অভিজ্ঞতা হয়নি।” রবিবার বিকেলে কাকদ্বীপ থানার পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।