হাসুয়া দিয়ে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, অভিযোগের তিরে বিদ্ধ কংগ্রেস

tista roychowdhury |

May 19, 2021 | 8:35 PM

তবে, তৃণমূল (TMC) কর্মীর মৃত্যুকে রাজনৈতিক কারণ বলতে নারাজ দুই শিবিরই। স্থানীয়  এক তৃণমূল নেতার কথায়,  "মানারুল শেখ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পারিবারিক বিবাদের জেরেই মূলত এই মৃত্যু ঘটেছে। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে মনে হয় না। তবে দোষীরা নিশ্চই শাস্তি পাবে।"

হাসুয়া দিয়ে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, অভিযোগের তিরে বিদ্ধ কংগ্রেস
মৃত মানারুল শেখ, নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: ভোটের পরে অব্য়াহত সন্ত্রাস। তৃণমূলের (TMC) সক্রিয় কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কংগ্রেস (Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে, এই ঘটনাকে কেন্দ্র করে সুতির হাড়োয়া গ্রামে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

মৃত তৃণমূল (TMC) কর্মী মানারুল শেখের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ নিকটস্থ এক পরিবারের সঙ্গে বচসা হয়। কিছুসময় পরে তা মিটেও যায়। কিন্তু, ওই রাতেই সন্ধ্যার গন্ডগোলের জেরে কিছু কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী মানারুলের বাড়িতে চড়াও হয়। সেই সময়ে মানারুলের পরিবার ছাড়াও তাঁর দুই ভাই ঘরের মধ্যে উপস্থিত ছিল। ওই দুষ্কৃতীরা মানারুল ও তাঁর ভাইকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। সেই সময় বাপি শেখ নামে মানারুলের আরেক ভাই বাধা দিতে গেলে তাঁর হাতেও হাঁসুয়ার কোপ লাগে বলে অভিযোগ। রক্তাক্ত মানারুলের দেহটি স্থানীয়রা উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

তবে, তৃণমূল (TMC) কর্মীর মৃত্যুকে রাজনৈতিক কারণ বলতে নারাজ দুই শিবিরই। স্থানীয়  এক তৃণমূল নেতার কথায়,  “মানারুল শেখ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পারিবারিক বিবাদের জেরেই মূলত এই মৃত্যু ঘটেছে। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে মনে হয় না। তবে দোষীরা নিশ্চই শাস্তি পাবে।” অন্যদিকে, কংগ্রেস (Congress) নেতা জয়ন্ত দাস বলেছেন, “আমি যতদূর শুনেছি মানারুল তৃণমূল কর্মী ছিল। ওর পরিবারের সদস্যের সঙ্গেই বিবাদ বাধে তাও একটি কানের দুল হারানো নিয়ে। সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। এই ঘটনায় কোনও রাজনৈতিক রঙ লাগানো উচিৎ নয়।”

আরও পড়ুন: করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের পাশে শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

 

Next Article