বাজার করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী, আচমকা মাথায় লোহার রডের আঘাত! কাঠগড়ায় বিজেপি

tista roychowdhury |

May 26, 2021 | 12:10 AM

আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত পালের অভিযোগ, মঙ্গলবার বাজার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময়ে, কালীরপাটের কাছে কয়েকজন বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতী তাঁকে ঘেরাও করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।

বাজার করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী, আচমকা মাথায় লোহার রডের আঘাত! কাঠগড়ায় বিজেপি
ফাইল চিত্র।

Follow Us

কোচবিহার: বঙ্গ ভোট (West Bengal Assembly Election 2021) মিটলেও জারি সন্ত্রাস। বাজার সেরে ফেরার পথে এক তৃণমূল কর্মীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি, দিনহাটার ভেটাগুড়ির কালীর পাট এলাকার।

রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে বরাবরই নাম উঠে এসেছে দিনহাটার। এ বার, ভোটপর্ব মিটতে ফের একবার তৃণমূল-বিজেপি সংঘর্ষের (TMC BJP Clash) ছবি সামনে এল। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত পালের অভিযোগ, মঙ্গলবার বাজার সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময়ে, কালীরপাটের কাছে কয়েকজন বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতী তাঁকে ঘেরাও করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। তারপর, ওই দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে, পায়েও আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে যান সুব্রতবাবু। স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সুব্রতবাবুই প্রথম নন, ভোটপর্ব মেটার পর থেকেই তৃণমূলের কর্মী সমর্থকদের উপর ক্রমাগত আঘাত হানছে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীর দল। এর আগেও বেশ কয়েকজন তৃণমূল কর্মী  বেধড়ক মার খেয়েছেন। সুব্রতবাবুর বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘাসফুল শিবির। যদিও, এই ঘটনায় পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, তাদের দলের কোনও কর্মীই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি একটি শৃঙ্খলাপরায়ণ দল। দিনহাটায় তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়।

আরও পড়ুন: ‘রাজ্যে একটা অন্যধরনের প্রশাসন চলছে, আমফান থেকে শিক্ষা নিয়েছি’, ইয়াস মোকাবিলায় তোড়জোড় শুভেন্দুর

 

Next Article