Raiganj Medical College: কর্মবিরতির জেরে ২৯ জনের মৃত্যু! মমতার মন্তব্যের পরই বড় পদক্ষেপ সিনিয়র ডাক্তারের

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 18, 2024 | 5:20 PM

Raiganj Medical College: রায়গঞ্জ মেডিক্যালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন চিকিৎসকদের আন্দোলনের কারনে রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।

Raiganj Medical College: কর্মবিরতির জেরে ২৯ জনের মৃত্যু! মমতার মন্তব্যের পরই বড় পদক্ষেপ সিনিয়র ডাক্তারের
ফাইল ছবি

Follow Us

রায়গঞ্জ: আরজি করকাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ২৯ জনের মৃত্যু হয়েছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি করেছেন। বারবার চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। এবার সেই ঘটনায় পদক্ষেপ করলেন এক সিনিয়র চিকিৎসক। সঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে আরটিআই (RTI) করলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়।

রায়গঞ্জ মেডিক্যালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন চিকিৎসকদের আন্দোলনের কারনে রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সবাই কি সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজেই মারা গিয়েছেন? কীভাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী? এনিয়ে তিনি কোনও তদন্ত কমিটি গঠন করেছেন কি না! এসব জানতে চেয়েই আরটিআই করা হয়েছে বলে জানান বিদ্যুৎ।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান দাবি করলেন বিনা চিকিৎসায় ২৯ জন মানুষ মারা গিয়েছেন। এটা আমার সবৈব মিথ্যা বলে মনে হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগী বিনা চিকিৎসায় মারা গিয়েছেন এটা ভয়ঙ্কর অস্বাভাবিক বিষয়। তবে দাবি যখন উনি করছেন তখন আমি জানতে চেয়েছি ওদের মৃত্যুর শংসাপত্রে কী লেখা আছে, এতগুলো যে মৃত্যু হয়েছে সরকারের তরফে কোনও তদন্ত কমিটি গঠন করেছেন কি না। এই মৃত্যুর বিষয় কে কনফার্ম করেছেন? এইগুলো সব জানতে চেয়ে আরটিআই করেছি।” একই সঙ্গে চিকিৎসক এও বলেছেন, “ক্রিটিক্যাল অবস্থায় থাকলে সরকারি হাসপাতালে এমনই রোগী মারা যান। সেই মৃত্যু গুলোকে রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনকে কালিমালিপ্ত করতেই বলা হয়েছে।”

Next Article