রায়গঞ্জ: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন তাবড়-তাবড় তৃণমূল নেতারা। ভোটের আগে কার্যত অস্বস্তিতে শাসক দল। এমন আবহে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল রায়গঞ্জ থেকে। ইডি-র কেস ডায়রিতে রয়েছে এলাকারই এক শিক্ষকের নাম। তিনি নাকি কুন্তল ঘোষের মিডলম্যান হিসাবে কাজ করতেন। সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য ভাইরাল হতেই আসরে নেমেছে বিজেপি। অবাক ওই শিক্ষকের সহকর্মীরাও।
রায়গঞ্জের সুদর্শনপুর হাইস্কুলের তথা পশুপ্রেমী সংগঠনের সংগঠনের সম্পাদক গৌতম তান্ত্রিয়া। তাঁর নামই নাকি উঠে এসেছে ইডি-র কেস ডায়রিতে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল ঘিরেই যত কাণ্ড। যদিও, গৌতমবাবুর দাবি তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। এদিকে, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, কুন্তলের ডায়েরিতে নাম আছে পশুপ্রেমী শিক্ষক গৌতম তান্ত্রিয়ার।
যদিও গৌতমবাবু বলেন,”আমার সঙ্গে এখনও কোন চিঠি বা টেলিফোনে যোগাযোগ করেনি ইডি কিংবা কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতিতে জড়িত কারোর সঙ্গে আমার কোনও পরিচয় নেই।” এ দিকে, গৌতম তান্তিয়ার নাম সোসাল মিডিয়ায় প্রচার হওয়ায় রায়গঞ্জ শহরে ব্যাপক চাঞ্চযের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শহরের বেশ কিছু মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন। গৌতমবাবু একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবি সংগঠন থাকায় জেলায় বেশ পরিচিত নাম। উত্তর দিনাজপুর পিউপলস ফর এনিমেলস-র জেলা সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।